বাংলার খবর২৪.কম: মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পত্তি একে একে দখল হয়ে যাচ্ছে। আর অবৈধ দখলদারদের সহযোগিতা করছেন ট্রাস্টের কর্মকমর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার সংসদীয় কমিটির বৈঠকে এ অভিযোগ উত্থাপন করে ক্ষোভ প্রকাশ করা হয়। একই সঙ্গে করণীয় নির্ধারণে সংসদীয় সাব-কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া ট্রাস্টের অধীনে থাকা ‘গুলিস্তান কমপ্লেক্সে’র ৩৪৩টি দোকান কাদের দখলে রয়েছে তা-ও চিহ্নিত করার উদ্যোগ নেয়া হয়েছে। বৈঠকে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পত্তি দখল ও অনিয়ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম। তাকে সমর্থন করেন কমিটির অন্য সদস্যরা। তারা বলেন, মুক্তিযোদ্ধাদের কল্যাণে এ ট্রাস্ট কোন কাজ করছে না। বরং ট্রাস্টের সম্পদ লুট হয়ে যাচ্ছে। কর্মকর্তা-কর্মচারীদের ব্যর্থতার কারণে এমন হচ্ছে। এ বিষয়ে করণীয় নির্ধারণে নুরন্নবী চৌধুরী শাওনকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট একটি সংসদীয় সাব কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন আশেক উল্লাহ রফিক ও স্বপন ভট্টাচার্য। এদিকে বৈঠকে গুলিস্তান কমপ্লেক্স নির্মাণ কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলা হয়। এ প্রকল্পের চুক্তি অনুযায়ী সকল আর্থিক সুবিধাদি ডেভেলপার কোম্পানির কাছ থেকে বুঝে নিতে কল্যাণ ট্রাস্টকে বলা হয়। এছাড়া বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অব্যবহৃত সম্পত্তি কিভাবে কাজে লাগানো হবে সে বিষয়ে ট্রাস্টের চেয়ারম্যানকে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দেয়া হয়। বৈঠকে কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক, হুইপ ইকবালুর রহিম, ডা. মো. আফছারুল আমীন, নুরুন্নবী চৌধুরী ও গোলাম দস্তগীর গাজীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিরোনাম :
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পত্তি দখল নিয়ে তদন্ত কমিটি
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৯:৪১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০১৪
- ১৬০১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ