বাংলার খবর২৪.কম,সিলেট : সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসে পুলিশি অভিযান চালানো হয়েছে। বুধবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানা পুলিশ এ অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পাসপোর্ট অফিসের বাইরে থাকা দালাল-প্রতারকরা আগেভাগেই পালিয়ে যায়। ফলে এদের কাউকে পুলিশ আটক করতে পারে নি। তবে পুলিশের অভিযান টের পেয়ে পাসপোর্ট অফিসের ভেতরে পাসপোর্ট নিতে আসা মানুষের লাইনে দাঁড়িয়ে যাওয়া দেলওয়ার আহমদ (৩৫) ও পপুলার ট্রেভেলস’র ফরিদ আহমদ (৫৫) নামে দুই জনকে আটক করেছে পুলিশ। এ অভিযানে নেতৃত্ব দেন মোগলাবাজার থানার এসি অপূর্ব সাহা। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত দক্ষিণ সুরমার আলমপুরস্থ সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসে দালাল-প্রতারক রোধে ঘণ্টাব্যাপী একটি বিশেষ অভিযান চালায় মোগলাবাজার থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতির খবর পেয়েই পাসপোর্ট অফিস ঘিরে থাকা দালাল-প্রতারকচক্রের সক্রিয় সদস্যরা দ্রুত পাসপোর্ট অফিস ত্যাগ করে। অভিযানে বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানার এসি অপূর্ব সাহা জানান, বুধবার অভিযান চালিয়ে দেলওয়ার ও ফরিদ নামের দুই প্রতারককে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদেরকে জেলহাজতে প্রেরণ করা হবে। তিনি আরও বলেন, এবার থেকে সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসে নিয়মিত দালাল ও প্রতারকবিরোধী পুলিশি অভিযান চলবে। পাসপোর্ট অফিসে শুধু পাসপোর্টের কাজে আসা মানুষ ব্যতীত দালালরূপী কেউ প্রবেশ করতে পারবে না। এ ব্যাপারে পুলিশ আরো কঠোর ভূমিকা পালন করবে বলে তিনি জনান। উল্লেখ্য, সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসে দালাল ও প্রতারকদের কাছে সাধারণ মানুষ অসহায়। এদের খপ্পরে পড়ে অনেকে সর্বস্বান্ত হন। সাধারণ মানুষকে বিভিন্ন ফাঁদে ফেলে অবৈধ পন্থায় উৎকোচ গ্রহণে একটি সক্রিয় দালালচক্র সর্বদাই পাসপোর্ট অফিসে ওঁৎ পেতে থাকে।
শিরোনাম :
সিলেট পাসপোর্ট অফিসে পুলিশি অভিযান, আটক ২
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৪:১২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০১৪
- ১৬৫৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ