অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo আদিতমারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু Logo সেনাসদস্য পরিবারের উপর হামলায় আহত ৫, সাংবাদিককে প্রাণনাশের হুমকি Logo পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত Logo বগুড়ায় মেয়ে থেকে ছেলেতে রূপান্তর এলাকায় চাঞ্চল্য Logo বগুড়া শহরে দিনে-দুপুরে ১০লাখ টাকা ছিনতাই Logo নওগাঁয় রাস্তার পাশ থেকে এক যুবকের মরহেদ উদ্ধার Logo নওগাঁয় প্রিপেইড মিটারে ভোগান্তী স্থাপন বন্ধের দাবীতে মানববন্ধন Logo বেলপুকুরিয়ার বাঁশপুকুরে ওয়াহেদ আলী মেম্বারের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত Logo বরগুনায় স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয়েছে প্রায় ৩০০ ফুট দৈর্ঘ্য কাঠের পুল। Logo সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ১৫ বাংলাদেশি নারী-শিশু

দুই প্রতিমন্ত্রীর স্ত্রীর অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক

বাংলার খবর২৪.কম: মহাজোট সরকারের সাবেক দুই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা করার পর এবার তাদের স্ত্রীদের অবৈধ সম্পদ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তারা হলেন- সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের স্ত্রী সৈয়দা হাসিনা সুলতানা এবং সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৪ আসনের এমপি মাহবুবুর রহমানের স্ত্রী প্রীতি হায়দার।

সম্প্রতি তাদের অবৈধ সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। এজন্য দুদকের উপ-পরিচালক খায়রুল হুদাকে প্রীতি হায়দারের অবৈধ সম্পদ ও দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিনকে সৈয়দা হাসিনা সুলতানার অবৈধ সম্পদ অনুসন্ধানের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

ওই দুই কর্মকর্তা মাহবুবুর রহমান ও আবদুল মান্নান খানের বিরুদ্ধে করা মামলার বাদী এবং অনুসন্ধানকারী কর্মকর্তা ছিলেন।

দুদক সূত্র শীর্ষ নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, ওই দুই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে ইতোমধ্যে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের সময় তাদের স্ত্রীদের নামে অর্জিত সম্পদেরও অসঙ্গতি পাওয়া গেছে।

তাদের স্ত্রীদের নামে যে সম্পদের কথা উল্লেখ করা হয়েছে, সেখানে অধিকাংশ সম্পদের বৈধ উৎসের কোনো খোঁজ পাওয়া যায়নি। তাই ওই দুই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলার করার পরই তাদের স্ত্রীদের বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে অনুসন্ধানকারী দুই কর্মকর্তার মধ্যে একজন উপ-পরিচালক খায়রুল হুদা বলেন, কমিশন থেকে প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের স্ত্রী প্রীতি হায়দারের অবৈধ সম্পদ অনুসন্ধানের ব্যাপারে বলা হয়েছে। মাহবুবুর রহমানের অবৈধ সম্পদ অনুসন্ধান করতে গিয়ে তার স্ত্রীর সম্পদের অনেক অসঙ্গতি পাওয়া গেছে। তাছাড়া এর আগে মাহবুবুর রহমান ও তার স্ত্রীর সম্পদ বিবরণী একসঙ্গে জমা দেওয়া হয়েছিল। আর এসবের কারণে তার স্ত্রীর অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধানের কাজ প্রায় অর্ধেকটাই এগিয়ে গেছে। আশা করা যাচ্ছে- অল্প কয়েকদিনের মধ্যেই এ অনুসন্ধান কাজ শেষ করা যাবে।

এদিকে দুদক সূত্র জানায়, অনুসন্ধানে মাহবুবুর রহমানের স্ত্রী প্রীতি হায়দারেরও বিপুল অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। তার মধ্যে মাহবুবুর রহমানের বিরুদ্ধে করা মামলার এজাহার অনুযায়ী- ২০০৮-০৯ সালের তার দাখিলকৃত আয়কর নথিতে উল্লেখ করা হয়েছিল, উক্ত কর বর্ষে তিনি তার স্ত্রীর নিকট থেকে ৪০ লাখ টাকা পেয়েছেন। অথচ ওই কর বর্ষে তার স্ত্রী প্রীতি হায়দারের কোনো আয়কর নথিই ছিল না অর্থাৎ তার স্ত্রী এই পরিমাণ সম্পদের মলিক ছিলেন না। তার স্ত্রীকে মিথ্যা মালিক দেখানো হয়েছিল। এছাড়াও তার স্ত্রীর নিকট থেকে যে তিনি এই টাকা পেয়েছেন তারও কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। অনুরূপভাবে ২০১০-২০১১ কর বর্ষে তার আয়কর নথিতে স্ত্রীর নিকট থেকে ১ কোটি টাকা পেয়েছেন বলে উল্লেখ করা হয়েছিল। সেখানে উল্লেখ করা হয়- তার স্ত্রী প্রীতি হায়দার তার ভাইয়ের নিকট থেকে ১ কোটি ৮০ লাখ টাকা পেয়েছেন এবং সেখান থেকে তিনি মাহবুবুর রহমানকে ১ কোটি টাকা দিয়েছেন। কিন্তু এসব টাকা আদান-প্রদানেরও কোনো তথ্য, এমনকি স্ত্রী প্রীতি হায়দার যে এই টাকা কোথায় পেয়েছেন তারও কোনো প্রমাণ পাওয়া যায়নি দুদকের অনুসন্ধানে।

দুদকে আসা অভিযোগ সূত্রে জানা যায়, মহাজোট সরকারের পাঁচ বছরে মাহবুবুর রহমানের জমির পরিমাণ বেড়েছে ১৪৩ গুণ। যার মধ্যে স্ত্রী প্রীতি হায়দারের নামেও কিনেছেন কয়েকশ’ একর জমি। ‘আন্ধারমানিক’ ও ‘গঙ্গামতি’ নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে মাহবুবুর রহমান ও প্রীতি হায়দারের নামে। নবম সংসদের হলফনামা অনুসারে ৫ লাখ টাকার সঞ্চয়পত্র ছাড়া কোনো স্থাবর-অস্থাবর সম্পদ না থাকা স্ত্রীর নামে এখন ১ কোটি ২৬ লাখ ৭১ হাজার টাকার সম্পদ রয়েছে বলে অভিযোগ আছে। এদিকে প্রীতি হায়দার, দুই মেয়ে, মেয়ের জামাই, নাতি-নাতনি নিয়ে এখন অস্ট্রেলিয়ায় বসবাস করছেন বলে জানা গেছে।

অপরদিকে দুদকের অনুসন্ধানে সাবেক প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের স্ত্রী সৈয়দা হাসিনা সুলতানার কর ফাইলেও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের সন্ধান পায় দুদক। সৈয়দা হাসিনা সুলতানার কর ফাইল অনুযায়ী সম্পদের পরিমাণ ৪ কোটি ১২ লাখ ৫৫ হাজার ৫২ টাকা ৩৬ পয়সা। এর মধ্যে গত এক বছরেই তার প্রায় পৌনে ২ কোটি টাকার সম্পদ বেড়েছে। তিনি গৃহিণী হলেও গত ডিসেম্বরে মান্নান খান তার নির্বাচনী হলফনামায় তাকে একজন ব্যবসায়ী বলে উল্লেখ করেন।

গত বৃহষ্পতিবার দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিন বাদী হয়ে সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের বিরুদ্ধে মামলা দায়ের করেন (মামলা নং- ৩৭)। আর মাহবুবুর রহমানের বিরুদ্ধে দুদকের উপ-পরিচালক খায়রুল হুদা বাদী হয়ে মামলা করেন (মামলা নং- ৩৬)। রাজধানীর রমনা থানায় মামলাগুলো দায়ের করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, (মামলা নং- ৩৬), পাঁচ কোটি ৭৫ লাখ ৬৬ হাজার ৭২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে তা দখলে রেখেছেন সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান। মালিকানা অর্জনের উদ্দেশ্যে তিনি এক কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকার রেজিস্ট্রি বায়নানামা সম্পাদন করেছেন। এ টাকার কথা কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে গোপন করেছেন। তাই অবৈধ সম্পদ অর্জন এবং কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে তথ্য গোপন করার অভিযোগে তার বিরুদ্ধে এ মামলাটি দায়ের করা হয়েছে।

(মামলা নং- ৩৭)- আব্দুল মান্নান খান দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে চার লাখ ৫৯ হাজার ৫৯৭ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপনপূর্বক মিথ্যা তথ্য প্রদান করেছেন। ৭৫ লাখ চার হাজার ২৬২ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন- ২০০৪ এর ২৬(২), ২৭(১) ধারায় মামলাগুলো দায়ের করা হয়।

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি অবৈধ সম্পদ অর্জনের দায়ে এই দুই প্রতিমন্ত্রীসহ সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, এনামুল হক, আসলামুল হক এবং আব্দুর রহমান বদিসহ সাতজন মন্ত্রী-এমপি’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

এজন্য গত ২১ জানুয়ারি অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দেয় কমিশন। প্রায় দীর্ঘ আট মাস পর মহাজোট সরকারের প্রভাবশালী তিনজন মন্ত্রী-এমপির বিরুদ্ধে মামলা করে দুদক।

Tag :
জনপ্রিয় সংবাদ

আদিতমারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

দুই প্রতিমন্ত্রীর স্ত্রীর অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক

আপডেট টাইম : ০২:৫৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০১৪

বাংলার খবর২৪.কম: মহাজোট সরকারের সাবেক দুই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা করার পর এবার তাদের স্ত্রীদের অবৈধ সম্পদ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তারা হলেন- সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের স্ত্রী সৈয়দা হাসিনা সুলতানা এবং সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৪ আসনের এমপি মাহবুবুর রহমানের স্ত্রী প্রীতি হায়দার।

সম্প্রতি তাদের অবৈধ সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। এজন্য দুদকের উপ-পরিচালক খায়রুল হুদাকে প্রীতি হায়দারের অবৈধ সম্পদ ও দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিনকে সৈয়দা হাসিনা সুলতানার অবৈধ সম্পদ অনুসন্ধানের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

ওই দুই কর্মকর্তা মাহবুবুর রহমান ও আবদুল মান্নান খানের বিরুদ্ধে করা মামলার বাদী এবং অনুসন্ধানকারী কর্মকর্তা ছিলেন।

দুদক সূত্র শীর্ষ নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, ওই দুই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে ইতোমধ্যে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের সময় তাদের স্ত্রীদের নামে অর্জিত সম্পদেরও অসঙ্গতি পাওয়া গেছে।

তাদের স্ত্রীদের নামে যে সম্পদের কথা উল্লেখ করা হয়েছে, সেখানে অধিকাংশ সম্পদের বৈধ উৎসের কোনো খোঁজ পাওয়া যায়নি। তাই ওই দুই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলার করার পরই তাদের স্ত্রীদের বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে অনুসন্ধানকারী দুই কর্মকর্তার মধ্যে একজন উপ-পরিচালক খায়রুল হুদা বলেন, কমিশন থেকে প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের স্ত্রী প্রীতি হায়দারের অবৈধ সম্পদ অনুসন্ধানের ব্যাপারে বলা হয়েছে। মাহবুবুর রহমানের অবৈধ সম্পদ অনুসন্ধান করতে গিয়ে তার স্ত্রীর সম্পদের অনেক অসঙ্গতি পাওয়া গেছে। তাছাড়া এর আগে মাহবুবুর রহমান ও তার স্ত্রীর সম্পদ বিবরণী একসঙ্গে জমা দেওয়া হয়েছিল। আর এসবের কারণে তার স্ত্রীর অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধানের কাজ প্রায় অর্ধেকটাই এগিয়ে গেছে। আশা করা যাচ্ছে- অল্প কয়েকদিনের মধ্যেই এ অনুসন্ধান কাজ শেষ করা যাবে।

এদিকে দুদক সূত্র জানায়, অনুসন্ধানে মাহবুবুর রহমানের স্ত্রী প্রীতি হায়দারেরও বিপুল অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। তার মধ্যে মাহবুবুর রহমানের বিরুদ্ধে করা মামলার এজাহার অনুযায়ী- ২০০৮-০৯ সালের তার দাখিলকৃত আয়কর নথিতে উল্লেখ করা হয়েছিল, উক্ত কর বর্ষে তিনি তার স্ত্রীর নিকট থেকে ৪০ লাখ টাকা পেয়েছেন। অথচ ওই কর বর্ষে তার স্ত্রী প্রীতি হায়দারের কোনো আয়কর নথিই ছিল না অর্থাৎ তার স্ত্রী এই পরিমাণ সম্পদের মলিক ছিলেন না। তার স্ত্রীকে মিথ্যা মালিক দেখানো হয়েছিল। এছাড়াও তার স্ত্রীর নিকট থেকে যে তিনি এই টাকা পেয়েছেন তারও কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। অনুরূপভাবে ২০১০-২০১১ কর বর্ষে তার আয়কর নথিতে স্ত্রীর নিকট থেকে ১ কোটি টাকা পেয়েছেন বলে উল্লেখ করা হয়েছিল। সেখানে উল্লেখ করা হয়- তার স্ত্রী প্রীতি হায়দার তার ভাইয়ের নিকট থেকে ১ কোটি ৮০ লাখ টাকা পেয়েছেন এবং সেখান থেকে তিনি মাহবুবুর রহমানকে ১ কোটি টাকা দিয়েছেন। কিন্তু এসব টাকা আদান-প্রদানেরও কোনো তথ্য, এমনকি স্ত্রী প্রীতি হায়দার যে এই টাকা কোথায় পেয়েছেন তারও কোনো প্রমাণ পাওয়া যায়নি দুদকের অনুসন্ধানে।

দুদকে আসা অভিযোগ সূত্রে জানা যায়, মহাজোট সরকারের পাঁচ বছরে মাহবুবুর রহমানের জমির পরিমাণ বেড়েছে ১৪৩ গুণ। যার মধ্যে স্ত্রী প্রীতি হায়দারের নামেও কিনেছেন কয়েকশ’ একর জমি। ‘আন্ধারমানিক’ ও ‘গঙ্গামতি’ নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে মাহবুবুর রহমান ও প্রীতি হায়দারের নামে। নবম সংসদের হলফনামা অনুসারে ৫ লাখ টাকার সঞ্চয়পত্র ছাড়া কোনো স্থাবর-অস্থাবর সম্পদ না থাকা স্ত্রীর নামে এখন ১ কোটি ২৬ লাখ ৭১ হাজার টাকার সম্পদ রয়েছে বলে অভিযোগ আছে। এদিকে প্রীতি হায়দার, দুই মেয়ে, মেয়ের জামাই, নাতি-নাতনি নিয়ে এখন অস্ট্রেলিয়ায় বসবাস করছেন বলে জানা গেছে।

অপরদিকে দুদকের অনুসন্ধানে সাবেক প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের স্ত্রী সৈয়দা হাসিনা সুলতানার কর ফাইলেও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের সন্ধান পায় দুদক। সৈয়দা হাসিনা সুলতানার কর ফাইল অনুযায়ী সম্পদের পরিমাণ ৪ কোটি ১২ লাখ ৫৫ হাজার ৫২ টাকা ৩৬ পয়সা। এর মধ্যে গত এক বছরেই তার প্রায় পৌনে ২ কোটি টাকার সম্পদ বেড়েছে। তিনি গৃহিণী হলেও গত ডিসেম্বরে মান্নান খান তার নির্বাচনী হলফনামায় তাকে একজন ব্যবসায়ী বলে উল্লেখ করেন।

গত বৃহষ্পতিবার দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিন বাদী হয়ে সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের বিরুদ্ধে মামলা দায়ের করেন (মামলা নং- ৩৭)। আর মাহবুবুর রহমানের বিরুদ্ধে দুদকের উপ-পরিচালক খায়রুল হুদা বাদী হয়ে মামলা করেন (মামলা নং- ৩৬)। রাজধানীর রমনা থানায় মামলাগুলো দায়ের করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, (মামলা নং- ৩৬), পাঁচ কোটি ৭৫ লাখ ৬৬ হাজার ৭২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে তা দখলে রেখেছেন সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান। মালিকানা অর্জনের উদ্দেশ্যে তিনি এক কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকার রেজিস্ট্রি বায়নানামা সম্পাদন করেছেন। এ টাকার কথা কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে গোপন করেছেন। তাই অবৈধ সম্পদ অর্জন এবং কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে তথ্য গোপন করার অভিযোগে তার বিরুদ্ধে এ মামলাটি দায়ের করা হয়েছে।

(মামলা নং- ৩৭)- আব্দুল মান্নান খান দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে চার লাখ ৫৯ হাজার ৫৯৭ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপনপূর্বক মিথ্যা তথ্য প্রদান করেছেন। ৭৫ লাখ চার হাজার ২৬২ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন- ২০০৪ এর ২৬(২), ২৭(১) ধারায় মামলাগুলো দায়ের করা হয়।

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি অবৈধ সম্পদ অর্জনের দায়ে এই দুই প্রতিমন্ত্রীসহ সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, এনামুল হক, আসলামুল হক এবং আব্দুর রহমান বদিসহ সাতজন মন্ত্রী-এমপি’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

এজন্য গত ২১ জানুয়ারি অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দেয় কমিশন। প্রায় দীর্ঘ আট মাস পর মহাজোট সরকারের প্রভাবশালী তিনজন মন্ত্রী-এমপির বিরুদ্ধে মামলা করে দুদক।