বাংলার খবর২৪.কম: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, “দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। নারীরা এখন শুধু জনগোষ্ঠী নয় তারা দেশের শ্রমশক্তিও বটে। নারীদের পিছিয়ে রেখে কোন ধরণের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। জাতির অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে নারীদেরকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে হবে। টেকসই উন্নয়নের জন্য তৃণমূল নারী উদ্যোক্তাদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়নের উদ্যোগ এক অনন্য মাইল ফলক।”
মঙ্গলবার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবন মিলনায়তনে ‘তৃণমূল নারী উদ্যোক্তা পুরস্কার-২০১৩’ এবং ‘তৃণমূল নারী উদ্যোক্তাদের জন্য একটি আর্থিক সেবার উদ্বোধন ও সরাসরি ঋণ বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।
আইএফআইসি ব্যাংকের সহযোগিতায় এসোসিয়েশন অব গ্রাসরুটস্ উইমেন এন্টারপ্রিনিয়ার্স বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।
স্পিকার বলেন, নারীরা তাদের শ্রম ও নিষ্ঠা দিয়ে যে সকল পণ্যসামগ্রি তৈরী করেন সেগুলো বাজারজাতকরণের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। কর্মজীবী নারীদের তাদের কর্মের মাধ্যমে অর্থনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশের সুযোগ করে দিতে হবে। অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন করতে এবং প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে তাদেরকে যথাযথ প্রশিক্ষণ দিতে হবে। তৃণমূল নারীদের প্রতিভার বিকাশ ও সক্ষমতা তৈরীর সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করতে হবে যাতে তারা প্রতিটি ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখতে পারে। তাহলেই নারীর ক্ষমতায়ন স্থায়ী রূপ পাবে।
তিনি আরো বলেন, “নারীদের সচেতন ও অর্থিৈনতকভাবে স্বাবলম্বী করে তুলতে তাদের জন্য সুযোগ তৈরী করার পাশাপাশি সে সুযোগ গ্রহণে সক্ষম করে তুলতে হবে। ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বৈচিত্রতা আনতে হবে। ভোক্তাদের চাহিদা অনুযায়ী পণ্য তৈরী করতে হবে।”
নারী ক্ষমতায়ন সম্পর্কে স্পিকার বলেন, নারীর ক্ষমতায়ন শুধু নারীর একার বিষয় নয়। জাতীয় উন্নয়ন, সহস্রাব্দের লক্ষ্যমাত্রা অর্জন, জনগণের চাহিদা পূরণ ও দেশের উন্নয়ন ঘটিয়ে রূপকল্প -২০২১ বাস্তবায়ন এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নারীর ক্ষমতায়ন মূল বিষয়।
এর আগে স্পীকার “তৃণমূল নারী উদ্যোক্তা পুরস্কার-২০১৩” বিজয়ী দেশের সেরা তিন তৃণমূল নারী উদ্যোক্তাদের নাম ঘোষণা করেন এবং তাদের মধ্যে সম্মাননা সনদ বিতরণ করেন।
দেশের সেরা তৃণমূল নারী উদ্যোক্তা হয়েছেন ঠাকারগাঁও জেলার অনন্যা হস্তশিল্পের স্বত্ত্বাধিকারী মোকসেদা বেগম। প্রথম রানার আপ যশোর জেলার কোহিনুর হস্তশিল্পের স্বত্ত্বাধিকারী কোহিনুর বেগম এবং ২য় রানার আপ হন দিনাজপুর জেলার প্লামার ফেশন হাউজ এবং রোজ বিউটি পারলারের স্বত্ত্বাধিকারী শাহানাজ বেগম।
এছাড়া স্পিকার তৃণমূল নারী উদ্যোক্তাদের জন্য একটি আর্থিক সেবা ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সরাসরি ঋণ বিতরণের উদ্বোধন করেন।
এসোসিয়েশন অব গ্রাসরুটস্ উইমেন এন্টারপ্রিনিয়ার্স, বাংলাদেশ এর সভাপতি মৌসুমী ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী এমপি, বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. আতিউর রহমান, আইএফআইসি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ এ সরওয়ার, এ উদ্যোক্তা নির্বাচন করার জুরি বোর্ডের প্রধান বিচারক এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক)চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার প্রমুখ।
শিরোনাম :
নারীদের পিছিয়ে রেখে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়: স্পিকার
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০২:৪৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০১৪
- ১৬৫১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ