রাঙ্গামাটি : রাঙ্গামাটি শহরের বাণিজ্যিক এলাকা রিজার্ভ বাজারের আবাসিক হোটেল লেক সিটি থেকে আসমা নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, গত ১২মে হাসান ও আসমা নামে কথিত স্বামী-স্ত্রী পরিচয়ে দুজনে হোটেল রুম ভাড়া নেয়। হোটেল রেজিস্ট্রারে দেখা যায়, তারা উভয়ে নিজেদের হাসান ও আসমা নামে নাম লিপিবদ্ধ করে এবং পিতার ঘরে শুধু আ. ওদুদ নাম লিপিবদ্ধ করে। তবে এটি কার পিতার নাম তাহা রেজিস্ট্রারে সুস্পষ্ট নয়। এছাড়া ঠিকানাস্থলে শুধু গঞ্জমতি কুমিল্লা লেখা রয়েছে যাহা সম্পূর্ণ সন্দেহ বিষয় বলে জানান পুলিশ। তবে ঘটনার পর থেকে হাসান পলাতক রয়েছে।
এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক লেকসিটি কমপ্লেক্সের অধিকাংশ ব্যবসায়ী জানান, মার্কেট মালিক হাসান মাহমুদের কাছ থেকে জনৈক পতিতা ব্যবসায়ী সামসু মাসিক ৪৫ হাজার টাকা ভাড়ায় উক্ত আবাসিক হোটেলটি দিন পনের আগে ভাড়া নেয়। ফলে প্রায়ই বিভিন্ন পতিতাসহ অন্যদের আসা-যাওয়া ছিল। যাতে মার্কেটের ব্যবসায়ীরা বিভিন্নরকম আপত্তি ছিল। উক্ত মার্কেটের সকল ব্যবসায়ীর আপত্তি সত্ত্বেও মার্কেট মালিক হাসান মাহমুদ মনজু টাকার লোভে পড়ে জনৈক পতিতা ব্যবসায়ী সামসুকে এ হোটেল ভাড়া দেন।
হোটেল বয় ঘটনার বিবরণে জানান, আজ শুক্রবার সারাদিন উক্ত দম্পতির ২২ নম্বর রুমটি সন্ধ্যা নাগাদ বন্ধ দেখে হোটেল ম্যানেজার বাহির থেকে রুমে উকি দিয়ে দেখে রুমের ভিতর এক নারীর নিথর দেহ পড়ে আছে। সন্দেহ হলে রাত সাড়ে ৭টার দিকে স্থানীয় থানায় খবর দেয় হোটেল ম্যানেজার। পড়ে কোতোয়ালী থানার পুলিশ এসে রুমের তালা ভেঙ্গে ওই নারীর মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে নিয়ে যায়।
এদিকে ঘটনার বিষয়ে রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, হোটেল লেকসিটির ২২ নম্বর রুমে একজন মহিলার মৃতদেহ পড়ে রয়েছে। যার নাকে মুখে ফেনা ও রক্ত রয়েছে। পরে মৃতদেহটি উদ্ধার করে রাত সাড়ে ৮টার দিকে ময়না তদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, ঘটনার পর থেকে হোটেল ম্যানেজার ও হোটেল মালিক ভাড়াটিয়া সামসু পলাতক রয়েছে। তবে এ বিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।