চাঁপাইনবাবগঞ্জ : জেলার শিবগঞ্জ সীমান্তে গরুসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শুক্রবার ভোরে সীমান্তের ১৩/২-এস নম্বর পিলার এলাকায় বাংলাদেশের ৩০০ মিটার ভেতর থেকে তাদের আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু জাফর শেখ বজলুল হক জানান, ভোরে ওয়াহেদপুর সীমান্ত ফাঁড়ির একটি টহল দল আন্তর্জাতিক সীমান্ত মেইন পিলার ১৩/২-এস এলাকায় অভিযান চালায়। এ সময় দু’টি গরুসহ দুই ভারতীয় চোরাকারবারীকে আটক করা হয়।
আটক চোরাকারবারিদের সকাল ১১টার দিকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
আটক ভারতীয় নাগরিকরা হলেন- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদের অওরঙ্গবাদ থানার হাছানপুর গ্রামের লুৎফর হকের ছেলে আলাউদ্দিন শেখ (২৮) ও একই এলাকার মুছা শেখের ছেলে রুবেল শেখ (২৯)।