ঢাকা : রাজধানীর টেকনিক্যাল মোড় এলাকার মহনা ফিলিং স্টেশনের পাশে সড়ক দুর্ঘটনায় রহিম চৌধুরী (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত রহিম চৌধুরীর বাবার নাম খবির চৌধুরী।
রোববার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, রোববার বিকেলে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পাবনা জেলার বেড়া উপজেলা এলাকায় তাদের বাড়ি বলে জানা গেছে। তিনি রাজধানীর মোহম্মদপুর এলাকায় থাকতেন।
এ ব্যাপারে দারুস সালাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।