ঢাকা : রাজধানীর মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় রাজন নামে পিকআপের হেলপার নিহত হয়েছেন।
শুক্রবার ভোর পোনে ৫টার দিকে এ দুর্ঘটনাটি ঘটনা ঘটে।
র্যাব-২ এর অফিসের সামনে দাঁড়িয়ে থাকা বাসকে পেছন থেকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে পিকআপের হেলপার গুরুতর আহত হয়। আহত রাজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নেওয়ার পর সাড়ে ৫টার দিকে সে মারা যায়। নিহত রাজন মাদারীপুর জেলার কালকিনি উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আবুল হাশেমের ছেলে।
রাজন কাফরুলের ইব্রাহিমপুর থাকতো বলে জানা গেছে। প্রত্যাশা কোম্পানির ফিল্টার পানি নিয়ে কেরাণীগঞ্জ থেকে ক্যান্টনমেন্ট যাওয়ার পথে এই ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মোজাম্মেল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।