বাংলার খবর২৪.কম বিনোদন : নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনকে নিয়ে গান করলেন শতাব্দী ভব। কণ্ঠের পাশাপাশি বরাবরের মতো এ গানটির কথা, সুর ভব নিজেই করেছেন। সংগীতে ছিলেন সমীর। গানটি ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে প্রকাশ করা হবে ২৩ আগস্ট, এমনটিই জানান ভব।
গানটি নিয়ে শতাব্দী ভব বলেন, ‘তসলিমা নাসরিন শুধু একজন তসলিমা নন, তাকে নির্বাসিত করা মানে মত প্রকাশের স্বাধীনতা, মানবতা ও অসাম্প্রদায়িকতাকে নির্বাসিত করা। স্বাধীনতা মানে শুধু একখণ্ড ভূমি নয়, সাহিত্য ও মত প্রকাশের স্বাধীনতার জন্যইতো আসলে স্বাধীনতার জন্য লড়াই।’
২৫ আগস্ট তসলিমা নাসরিনের জন্মদিনকে সামনে রেখেই ভব এ গানটি করেছেন। উল্লেখ্য, এর আগেও শতাব্দী ভব কবীর সুমন ও শাহবাগ আন্দোলন নিয়ে গান করেছেন।
গানটির কথা নিচে তুলে ধরা হলো-
তুমি পুরুষতন্ত্র মৌলবাদের মুখোশে দিয়েছো টান
ঘুম পাড়ানির দেশে গাও ঘুম ভাঙানোর গান
জলের ওপর কত সহজে আগুন জ্বালতে পারো
উতল হাওয়ার দিনগুলোতেও বিবেকের কড়া নাড়ো
যুক্তির সংগ্রামে বদলে দিতে দিন
স্বপ্নের ফেরিওয়ালা তসলিমা নাসরিন…
শিরোনাম :
তসলিমা নাসরিনকে নিয়ে ভবর গান
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০২:২৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০১৪
- ১৬৯৬ বার
Tag :
জনপ্রিয় সংবাদ