ঢাকা: বৈশাখী মেলায় বোমা হামলার হুমকী দিয়ে থানার ওসিকে এসএমএস দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে জামালপুরের গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে মাজেদুর রহমান সোহাগ নামে এক যুবককে গ্রেফতার করেছে।
সোমবার রাত ৯টায় জামালপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম এক সংবাদ ব্রিফংয়ে জানান, সোমবার সকালে আইআরএস জঙ্গী সংগঠনের পরিচয়ে মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়ালের মোবাইল ফোনে আসা একটি এসএমএস-এ উপজেলা সদর ও দুরমুঠ এলাকায় বৈশাখী মেলা বন্ধের আহবান জানানো হয়।
এছাড়া, ওই মেসেজে হুমকী দিয়ে আরো বলা হয়, বৈশাখী মেলা বন্ধ করা না হলে সেখানে পেট্রোল বোমা হামলা চালানো হবে। মেসেজটি পাওয়ার পর ডিবি পুলিশ মোবাইল নাম্বার ট্র্যাক করে সোমবার সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি এলাকা থেকে মাজেদুর রহমান সোহাগ নামে এক ব্যক্তিকে আটক করে।
আটক মাজেদুর রহমান সোহাগ শতদল নামে স্থানীয় একটি এনজিওতে কাজ করেন। তার বাড়ি মাদারগঞ্জের মিয়াসাব পাড়ায় । এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ সুপার জানিয়েছেন।