ট্রফি বিশ্ব ভ্রমনের অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকায় আসছে ক্রিকেট ওয়াল্ড কাপ ট্রফি। শুক্রবার
দুপুরে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে সবার জন্য প্রদর্শন করা হবে এই ট্রফি। ছবি তোলার সুযোগও পাবেন ফ্যানরা।এবারের আসরের এখনো বাকী আছে ছয় মাস ।তার আগে বিশ্ব ভ্রমনে বের
হয়েছে ওয়ার্ল্ড কাপ ট্রফি। ট্রফিটি শ্রীলংকা ঘুরে বাংলাদেশে আসবে বৃহস্পতিবার রাত আটটায়। পরের দিন হোম অফ ক্রিকেট
মিরপুরে ট্রফি নিয়ে ফটো সেশন করবেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম। এরপর ট্রফি যাবে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে। সেখানে বেলা এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত কাপের সাথে ছবি তোলার সুযোগ পাবেন ফুটবল প্রেমিরা।সে রাতেই ইংল্যান্ডে যাবে ট্রফি। আগামী বছর আইসিসি ওয়ার্ল্ড কাপের পর্দা উঠবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। বিশ্বকাপের শুরু হয়েছিলো অবশ্য অন্য আরেক ট্রফিতে। ১৯৭৫ থেকে ১৯৮৩ তিনটি বিশ্বকাপে বিশ্বজয়ীদের হাতে উঠেছিলো তখনকার প্রডেনশিয়াল স্পন্সর কোম্পানির নামের এই
ট্রফি। পরের তিন বিশ্বকাপে আলাদা আলাদা কোম্পানির নামে তৈরী হয়েছিলো বিশ্বকাপ । ১৯৯৯ সালে স্থায়ী সিদ্ধান্ত নেয়া হয়, আইসিসি ওয়ার্ল্ডকাপ নতুন যাত্রা পায়। ৬৪ সেন্টিমিটার উচ্চতার ও প্রায় এগারো কেজি ওজনের এবারের ট্রফিটি তৈরী করেছে বৃটিশ কোম্পানি দি ক্রাউন জুয়েলার্স। ক্রিকেটের তিন ফান্ডামেন্টাল, ব্যাটিং-
বোলিং-ফিল্ডিংয়ের কথা মাথায় রেখে কাপটিতে আছে তিননটি কলাম । আর তিন কলামের উপর
বসানো হয়েছে ক্রিকেট
বল।
ওয়াসিব দিপু- স্পোর্টস ডেস্ক।
শিরোনাম :
ঢাকায় আসছে ওয়াল্ড কাপ ট্রফি
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ১১:৪৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০১৪
- ১৭৮৫ বার
Tag :
জনপ্রিয় সংবাদ