বাংলার খবর২৪.কম ডেস্ক : মালয়েশিয়ার কোটা দামানসারা এলাকার কাছে নির্মাণাধীন উড়াল সড়কের কংক্রিটের নিচে চাপা পড়ে নিহত ৩ বাংলাদেশির লাশ বৃহস্পতিবার দেশে ফেরত আসবে। মালয়েশিয়ার মাস র্যা পিড ট্র্যানজিট কর্পোরেশনের (এমআরটি কর্প) কর্মকর্তা দেশটির জাতীয় বার্তা সংস্থা বার্নামাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এমআরটির কমিউনিক্যাশনস এন্ড পাবলিক অ্যাফেয়ার্স কর্মকতা আমির মাহমুদ রাজ্জাক জানান, নিহতদের পরিবারের সাথে আমাদের কথা হয়েছে। তারা লাশের জন্য অপেক্ষা করছে।
তিনি বলেন, বাংলাদেশ হাই কমিশনের সাথে আমাদের কথা হয়েছে। বৃহস্পতিবার সকালে লাশ বিমান যোগে বাংলাদেশ পাঠানো হবে।
উল্লেখ্য, সোমবার মালয়েশিয়ার কোটা দামানসারা এলাকার কাছে নির্মাণাধীন উড়াল সড়কের কংক্রিটের নিচে চাপা পড়ে বাংলাদেশি ৩ শ্রমিক নিহত হন। নিহতরা হলেন- মোহাম্মদ এলাহি হোসেন, মোহাম্মদ ফারুক খান ও আলাউদ্দিন মল্লিক।
স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে কোটা দামানসারা এলাকার কাছে এই দুর্ঘটনাটি ঘটে। পরে রাত আড়াইটার দিকে এলাহির মৃতদেহ উদ্ধার করা হয়।
দুর্ঘটনার পর এলাহি হোসেন ছাড়া অপর ২ বাংলাদেশি শ্রমিক নিখোঁজ ছিলেন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে ফারুক খান ও আলাউদ্দিন মল্লিকের মৃতদেহ ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার করা হয়।