অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo আদিতমারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু Logo সেনাসদস্য পরিবারের উপর হামলায় আহত ৫, সাংবাদিককে প্রাণনাশের হুমকি Logo পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত Logo বগুড়ায় মেয়ে থেকে ছেলেতে রূপান্তর এলাকায় চাঞ্চল্য Logo বগুড়া শহরে দিনে-দুপুরে ১০লাখ টাকা ছিনতাই Logo নওগাঁয় রাস্তার পাশ থেকে এক যুবকের মরহেদ উদ্ধার Logo নওগাঁয় প্রিপেইড মিটারে ভোগান্তী স্থাপন বন্ধের দাবীতে মানববন্ধন Logo বেলপুকুরিয়ার বাঁশপুকুরে ওয়াহেদ আলী মেম্বারের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত Logo বরগুনায় স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয়েছে প্রায় ৩০০ ফুট দৈর্ঘ্য কাঠের পুল। Logo সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ১৫ বাংলাদেশি নারী-শিশু

হারেনি বাংলাদেশ, জিতেও হেরেছে ভারত

বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসের লজ্জাতম কোন দিনটি? অতীত বিবেচনায় নিঃসন্দেহে বলা যায় ১৯-৩-২০১৫ বিশ্বকাপ ক্রিকেটের সব চাইতে লজ্জাতম দিন। বাংলাদেশ-ভারত কোয়াটার ফাইনালে সারাবিশ্ব জুড়ে যে আবেগ, জমজমাট ম্যাচ দেখার যে প্রত্যাশা ছিল ক্রিকেট প্রেমীদের তা থেকে বঞ্চিত হয়েছে ক্রিকেট পাগল প্রতিটি মানুষ।

বাংলাদেশ ১০৯ রানে হারার পরও টাইগারদের কেউ কটূ কথা তো দূরে থাক উল্টো বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদের সহানুভূতি জানাচ্ছে ক্রিকেট পাগল বাংলাদেশিরা। যা অতীতে কখনই দেখা যায়নি। কারণ, মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ ১১ জন নয়। প্রতিপক্ষের ১১ জনের সাথে যোগ হয়েছে তিন আম্পায়ারও। সহজ ভাবে ১১ জনের বিপক্ষে নয় বাংলাদেশকে লড়তে হয়েছে ১৪ জনের বিরুদ্ধে।

আম্পায়ারের নির্লজ্জ্ব সিদ্ধান্তের কারণেই রোহিত শর্মার ইনিংস ৯০ রানে থেমে যায়নি। ৯০ থেকে ১৩৭! এক আম্পায়ারের কৃপায় ভারত পেয়েছে ৪৭ রান বেশী। বিপরীতে বাংলাদেশের ইনিংসে বিশ্বকাপ ক্রিকেটে ঝড় উঠানো মাহমুদুল্লাও বাজে আম্পায়ারিং এর শিকার।

বাংলাদেশকে বিশাল ব্যবধানে হারানোর পরও জয়ের আনন্দে মাতোয়ারা হতে পারছেনা ভারতীয় অনেক সমর্থকও। বাংলাদেশের বিরুদ্ধে জয়ের পর কলকাতার এক বন্ধুকে ফেসবুকে ম্যাচ জয়ের জন্য শুভেচ্ছা জানাতেই রিপ্লে দিল, ‘এমন জয়ের চাইতে পরাজয় অনেক ভাল।’ বিশ্বকাপের মত বিগ ইভেন্টে আম্পায়াররা যে লজ্জাজনক সিদ্ধান্ত দিয়েছে তা ভারতের জয়ে কালিমা মেখে দিয়েছে।

জয়ে ভারতীয় অনেক দর্শক যেমন স্বস্তিতে নেই তেমনি বিস্মিত বিশ্বের বিভিন্ন দেশের গ্রেট ক্রিকেটাররাও। যে রমিজ রাজা সুযোগ পেলেই বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করে সে রমিজ রাজাও বিস্ময় চেপে রাখতে না পেরে আইসিসিকে কটাক্ষ করে বলেছেন, ‘ওয়েলডান ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।’

ভারতের ভিভিএস লক্ষণ, অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন, পাকিস্তানের শোয়েব আক্তারের মত ক্রিকেটাররা কোন রাখঢাক না রেখেই আম্পায়ারদের বাজে সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন।

বাংলাদেশ ক্রিকেট দল অতীতে অনেকবার বাজে আম্পায়ারিং এর শিকার হয়েছে। বিশেষ করে ক্রিকেট বিশ্বের বড় বড় দলগুলোর বিপক্ষের ম্যাচ গুলোতে প্রায় বাজে আম্পায়ারিং এর শিকার হয় বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু বিশ্বকাপের মত মেগা ইভেন্ট যেখানে ডু অর ডাই ম্যাচ সেখানে বাজে আম্পায়ারিং কোন যুক্তিতেই মেনে নেওয়া যায়না। প্রযুক্তির এত ব্যবহার সত্ত্বেও যখন বাজে আম্পায়ারিং হয় তখন স্বভাবতই প্রশ্ন এসে যায় আইসিসির প্রভাবেই কি এমনটা হয়েছে?

বিশ্বকাপ ক্রিকেটে ভারতের থাকা না থাকার উপর আইসিসির লাভ-ক্ষতির অনেক কিছুই নির্ভর করে। প্রশ্ন উঠেছে, নিজেদের স্বার্থেই কি আইসিসি আম্পায়ারদের উপর প্রভাব বিস্তার করেছে? ভারতের বিপক্ষে করা বাংলাদেশের রিভিউ গুলো অনেক ক্লোজশর্টে দেখা হলেও বাংলাদেশের বেলায় তা একেবারেই উল্টো ছিল! কেন? আম্পায়ারদের উপর কি উপরের ইশারা ছিল যে ভারতকে রাখতেই হবে টুর্নামেন্টে?

ক্রিকেট নিয়ে বিতর্কিত সব সিদ্ধান্ত নেওয়ায় আইসিসি বেশ কয়েকবছর ধরে দারুণভাবে সমালোচিত। এবং তা হয়েছে আইসিসিতে ভারতের একচ্ছত্র প্রাধান্যের কারণেই। প্রশ্ন হচ্ছে, যে বাজে আম্পায়ারিং এর শিকার হয়েছে বাংলাদেশ সে দায়ভার কার? আইসিসির নাকি আম্পায়ারদের? যদি আম্পায়ারদের হয়ে থাকে তাহলে আম্পায়াররা কি প্রাপ্য শাস্তি পাবে? বিপরীতে আইসিসির ইশারায় যদি আম্পায়াররা বাজে রেফারিং করে তাহলে আইসিসির বিচার করবে কে?

Tag :
জনপ্রিয় সংবাদ

আদিতমারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

হারেনি বাংলাদেশ, জিতেও হেরেছে ভারত

আপডেট টাইম : ০৭:৪০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০১৫

বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসের লজ্জাতম কোন দিনটি? অতীত বিবেচনায় নিঃসন্দেহে বলা যায় ১৯-৩-২০১৫ বিশ্বকাপ ক্রিকেটের সব চাইতে লজ্জাতম দিন। বাংলাদেশ-ভারত কোয়াটার ফাইনালে সারাবিশ্ব জুড়ে যে আবেগ, জমজমাট ম্যাচ দেখার যে প্রত্যাশা ছিল ক্রিকেট প্রেমীদের তা থেকে বঞ্চিত হয়েছে ক্রিকেট পাগল প্রতিটি মানুষ।

বাংলাদেশ ১০৯ রানে হারার পরও টাইগারদের কেউ কটূ কথা তো দূরে থাক উল্টো বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদের সহানুভূতি জানাচ্ছে ক্রিকেট পাগল বাংলাদেশিরা। যা অতীতে কখনই দেখা যায়নি। কারণ, মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ ১১ জন নয়। প্রতিপক্ষের ১১ জনের সাথে যোগ হয়েছে তিন আম্পায়ারও। সহজ ভাবে ১১ জনের বিপক্ষে নয় বাংলাদেশকে লড়তে হয়েছে ১৪ জনের বিরুদ্ধে।

আম্পায়ারের নির্লজ্জ্ব সিদ্ধান্তের কারণেই রোহিত শর্মার ইনিংস ৯০ রানে থেমে যায়নি। ৯০ থেকে ১৩৭! এক আম্পায়ারের কৃপায় ভারত পেয়েছে ৪৭ রান বেশী। বিপরীতে বাংলাদেশের ইনিংসে বিশ্বকাপ ক্রিকেটে ঝড় উঠানো মাহমুদুল্লাও বাজে আম্পায়ারিং এর শিকার।

বাংলাদেশকে বিশাল ব্যবধানে হারানোর পরও জয়ের আনন্দে মাতোয়ারা হতে পারছেনা ভারতীয় অনেক সমর্থকও। বাংলাদেশের বিরুদ্ধে জয়ের পর কলকাতার এক বন্ধুকে ফেসবুকে ম্যাচ জয়ের জন্য শুভেচ্ছা জানাতেই রিপ্লে দিল, ‘এমন জয়ের চাইতে পরাজয় অনেক ভাল।’ বিশ্বকাপের মত বিগ ইভেন্টে আম্পায়াররা যে লজ্জাজনক সিদ্ধান্ত দিয়েছে তা ভারতের জয়ে কালিমা মেখে দিয়েছে।

জয়ে ভারতীয় অনেক দর্শক যেমন স্বস্তিতে নেই তেমনি বিস্মিত বিশ্বের বিভিন্ন দেশের গ্রেট ক্রিকেটাররাও। যে রমিজ রাজা সুযোগ পেলেই বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করে সে রমিজ রাজাও বিস্ময় চেপে রাখতে না পেরে আইসিসিকে কটাক্ষ করে বলেছেন, ‘ওয়েলডান ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।’

ভারতের ভিভিএস লক্ষণ, অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন, পাকিস্তানের শোয়েব আক্তারের মত ক্রিকেটাররা কোন রাখঢাক না রেখেই আম্পায়ারদের বাজে সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন।

বাংলাদেশ ক্রিকেট দল অতীতে অনেকবার বাজে আম্পায়ারিং এর শিকার হয়েছে। বিশেষ করে ক্রিকেট বিশ্বের বড় বড় দলগুলোর বিপক্ষের ম্যাচ গুলোতে প্রায় বাজে আম্পায়ারিং এর শিকার হয় বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু বিশ্বকাপের মত মেগা ইভেন্ট যেখানে ডু অর ডাই ম্যাচ সেখানে বাজে আম্পায়ারিং কোন যুক্তিতেই মেনে নেওয়া যায়না। প্রযুক্তির এত ব্যবহার সত্ত্বেও যখন বাজে আম্পায়ারিং হয় তখন স্বভাবতই প্রশ্ন এসে যায় আইসিসির প্রভাবেই কি এমনটা হয়েছে?

বিশ্বকাপ ক্রিকেটে ভারতের থাকা না থাকার উপর আইসিসির লাভ-ক্ষতির অনেক কিছুই নির্ভর করে। প্রশ্ন উঠেছে, নিজেদের স্বার্থেই কি আইসিসি আম্পায়ারদের উপর প্রভাব বিস্তার করেছে? ভারতের বিপক্ষে করা বাংলাদেশের রিভিউ গুলো অনেক ক্লোজশর্টে দেখা হলেও বাংলাদেশের বেলায় তা একেবারেই উল্টো ছিল! কেন? আম্পায়ারদের উপর কি উপরের ইশারা ছিল যে ভারতকে রাখতেই হবে টুর্নামেন্টে?

ক্রিকেট নিয়ে বিতর্কিত সব সিদ্ধান্ত নেওয়ায় আইসিসি বেশ কয়েকবছর ধরে দারুণভাবে সমালোচিত। এবং তা হয়েছে আইসিসিতে ভারতের একচ্ছত্র প্রাধান্যের কারণেই। প্রশ্ন হচ্ছে, যে বাজে আম্পায়ারিং এর শিকার হয়েছে বাংলাদেশ সে দায়ভার কার? আইসিসির নাকি আম্পায়ারদের? যদি আম্পায়ারদের হয়ে থাকে তাহলে আম্পায়াররা কি প্রাপ্য শাস্তি পাবে? বিপরীতে আইসিসির ইশারায় যদি আম্পায়াররা বাজে রেফারিং করে তাহলে আইসিসির বিচার করবে কে?