বাংলার খবর২৪.কম: আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি। এনিয়ে বর্তমানে সঙ্গীত জগত থেকে শুরু করে সর্বস্তরে আলোচনা-সমালোচনা চলছে। সবার এক প্রশ্ন, কেন আত্মহত্যার চেষ্টা করলেন সময়ের আলোচিত এই কণ্ঠশিল্পী। অনেকের কণ্ঠে আফসোসের সুর।
সামাজিক গণমাধ্যমগুলোয় ন্যান্সির ভক্তরা প্রকাশ করছেন বিভিন্ন প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়া জানানোর মিছিলে যুক্ত হয়েছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহও।
রবিবার দুপুর দুইটার দিকে মুফতি ফয়জুল্লাহ নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘গায়িকা ন্যান্সি আত্মহত্যার চেষ্টা করেছেন, এ সংবাদে নানা ধরণের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ফেসবুকসহ সামাজিক যোগাযোগের অন্যান্য মাধ্যমগুলোতে। নানাজন নানারকম বিশ্লেষণ করছেন। কিন্তু কেউই আসল সত্যটি বলছেন না।‘
মুফতি ফয়জুল্লাহ আরও লিখেন, ‘আসল সত্য বলা তো দূরের কথা, সত্যটি জানেন কজন, সেটাই কোটি টাকার প্রশ্ন। শুধু ন্যান্সি কেন, চকচকে ওই জগতের আরও অনেকেই বিভিন্ন সময়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন। কেউ প্রাণে বেঁচেছেন, কেউ মৃত্যুর কোলে সমর্পিত হয়েছেন। এতে বারবার একটি কথাই প্রমাণিত হয়, এইসব সুনাম-সুখ্যাতি আর আলো ঝলমলে তারকাদের আসল জগত দুঃখ আর অন্ধকারে ভরা।‘
তিনি আরও লিখেছেন, ‘সম্পদ এবং মোহে যে কোনও শান্তি কিংবা প্রশান্তি নেই, মানুষ হিসেবে এটাই যে তাদের মূল সাফল্য নয়, এসব বাস্তব কথাগুলো বারবার প্রমাণিত হচ্ছে আজ। ইসলামের সুশীতল ছায়ায় নিজের জীবনকে যারা সাজাতে ব্যর্থ, তারা হোক যতই ব্যস্ত কিংবা জনপ্রিয় তারকা, নায়ক-গায়ক কিংবা গায়িকা– মানসিক দিক থেকে তারা সবচেয়ে বেশি অসুখী এবং দুঃখী ও নিঃসঙ্গ। আল্লাহর দ্বীন ছাড়া আর কোথাও কোনও শান্তি নেই, সাফল্য নেই, এখনও কি এই সরল সত্যটুকু বোঝার সময় হয়নি আমাদের!’