অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শনিবার থেকে শুরু হয়েছে হজযাত্রীদের প্রশিক্ষণ

বাংলার খবর২৪.কম500x350_9ec97cb0bc7ca8c5f25e8e08a758565d_image_94659_0: চলতি বছরের হজযাত্রীদের হজ প্রশিক্ষণ শনিবার শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে ২২ আগস্ট পর্যন্ত। এতে চলতি বছর হজের জন্য রেজিস্ট্রেশন করা সবাই অংশ নেবেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশের বিভিন্ন জেলার বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের তত্ত্বীয় ও ব্যবহারিক বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে, যার ব্যবস্থাপনায় রয়েছে সংশ্লিষ্ট হজ এজেন্সি। হজ এজেন্সিগুলো তাদের সুবিধামতো প্রশিক্ষণের স্থান ঠিক করবে।

অন্যদিকে দেশের বিভিন্ন জেলার সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের তত্ত্বীয় ও ব্যবহারিক বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে ১৮ থেকে ২০ আগস্ট পর্যন্ত। এর ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন ইসলামী ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা শহরের পরিচালক ও উপপরিচালক।

এছাড়া আগামী সোমবার থেকে ঢাকা মহানগর, ঢাকা জেলা ও পার্শ্ববর্তী জেলাগুলোর ১ নং ও ২ নং প্যাকেজের হজযাত্রীদের তত্ত্বীয় ও ব্যবহারিক বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। এর ব্যবস্থাপনার দায়িত্বে ইসলামী ফাউন্ডেশন, দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ। প্রশিক্ষণের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব শাহান/ওসমানী স্মৃতি মিলনায়তন, ঢাকা। প্রশিক্ষণ চলবে ২২ আগস্ট পর্যন্ত।

প্রসঙ্গত, ২৭ আগস্ট থেকে শুরু হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট, চলবে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এবার বাংলাদেশ থেকে মোট ৯৮ হাজার ৭৬২ জন হজে যাচ্ছেন। এর মধ্যে এক হাজার ৬০০ জন যাবেন সরকারি ব্যবস্থাপনায়। বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায়। চাঁদ দেখাসাপেক্ষে আগামী ৪ অক্টোবর হজ হওয়ার কথা। হাজিদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ৮ অক্টোবর, চলবে ৮ নভেম্বর পর্যন্ত।

Tag :
জনপ্রিয় সংবাদ

শনিবার থেকে শুরু হয়েছে হজযাত্রীদের প্রশিক্ষণ

আপডেট টাইম : ০৮:৫৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০১৪

বাংলার খবর২৪.কম500x350_9ec97cb0bc7ca8c5f25e8e08a758565d_image_94659_0: চলতি বছরের হজযাত্রীদের হজ প্রশিক্ষণ শনিবার শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে ২২ আগস্ট পর্যন্ত। এতে চলতি বছর হজের জন্য রেজিস্ট্রেশন করা সবাই অংশ নেবেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশের বিভিন্ন জেলার বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের তত্ত্বীয় ও ব্যবহারিক বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে, যার ব্যবস্থাপনায় রয়েছে সংশ্লিষ্ট হজ এজেন্সি। হজ এজেন্সিগুলো তাদের সুবিধামতো প্রশিক্ষণের স্থান ঠিক করবে।

অন্যদিকে দেশের বিভিন্ন জেলার সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের তত্ত্বীয় ও ব্যবহারিক বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে ১৮ থেকে ২০ আগস্ট পর্যন্ত। এর ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন ইসলামী ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা শহরের পরিচালক ও উপপরিচালক।

এছাড়া আগামী সোমবার থেকে ঢাকা মহানগর, ঢাকা জেলা ও পার্শ্ববর্তী জেলাগুলোর ১ নং ও ২ নং প্যাকেজের হজযাত্রীদের তত্ত্বীয় ও ব্যবহারিক বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। এর ব্যবস্থাপনার দায়িত্বে ইসলামী ফাউন্ডেশন, দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ। প্রশিক্ষণের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব শাহান/ওসমানী স্মৃতি মিলনায়তন, ঢাকা। প্রশিক্ষণ চলবে ২২ আগস্ট পর্যন্ত।

প্রসঙ্গত, ২৭ আগস্ট থেকে শুরু হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট, চলবে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এবার বাংলাদেশ থেকে মোট ৯৮ হাজার ৭৬২ জন হজে যাচ্ছেন। এর মধ্যে এক হাজার ৬০০ জন যাবেন সরকারি ব্যবস্থাপনায়। বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায়। চাঁদ দেখাসাপেক্ষে আগামী ৪ অক্টোবর হজ হওয়ার কথা। হাজিদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ৮ অক্টোবর, চলবে ৮ নভেম্বর পর্যন্ত।