সাতক্ষীরা : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে দুই বাংলাদেশি গরু রাখাল আহত হয়েছে। এদের মধ্যে একজন সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে জিয়াউর রহমান। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। রবিবার ভোরে সাতক্ষীরার কুশখালী সীমান্তের বিপরীতে ভারতের খলিসা এলাকায় এ ঘটনা ঘটে।
জেলার সদর উপজেলার কুশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু রায়হান জানান, বাংলাদেশি বেশ কয়েকজন গরু রাখাল ভারতের উত্তর চব্বিশ পরগোনা জেলার সরুপনগর হাট থেকে গরু কিনে ফেরার সময় বসিরহাট থানার খলিসা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। গুলিতে জিয়াউর রহমানসহ দুইজন গরু রাখাল আহত হয় বলে তিনি শুনেছেন। গুলিবিদ্ধ জিয়াউর রহমানকে তার সঙ্গীরা উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অপর রাখালের অবস্থান সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি।
এ ব্যাপারে সাতক্ষীরা ৩৮ বিজিবির অপারেশন কর্মকর্তা মেজর এটিএম আহসান হাবিব ঘটনা শুনেছেন দাবি করে বলেন, ঘটনাটি ভারত ভুখণ্ডে নাকি সীমান্তেরর নো ম্যান্স ল্যান্ডের ভিতরে ঘটেছে তা খোঁজ-খবর নেয়া হচ্ছে।
শিরোনাম :
সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৮:৩৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০১৪
- ১৫৯৭ বার
Tag :
জনপ্রিয় সংবাদ