অপরাহ্ন, সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ঈদের ছুটি শেষে বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানিসচল Logo আব্দুল্লাহপুর ফ্লাইওভার এ অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে বিআরটিএ’র মোবাইল কোর্ট এর অভিযান Logo বিআরটিএর সারাদেশে অভিযানে ৪৫১ মামলা, সাড়ে ৯ লাখ টাকা জরিমানা Logo ঢাকা-দিনাজপুর- রংপুর হাইওয়েতে মোবাইল কোর্ট অভিযানে যানবাহনে ১৪ টি মামলা Logo পাটগ্রামে পৌর জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত Logo ৩০০ ফিটে ওভারস্পিডে বিভিন্ন যানবাহনে মামলা বিআরটিএ মোবাইল কোর্টের Logo ঢাকা- চিটাগাংরোড সড়কে বিআরটিএ মোবাইল কোর্টের অভিযান Logo সারাদেশে বিআরটিএ-র অভিযানে ৩৩৮ মামলা, ৬ লাখ ৮০ হাজার টাকা জরিমানা Logo চট্টগ্রাম-ঢাকা সড়কে ঈদ পরবর্তী দুর্ঘটনা ও ওভার স্পিড রুখতে বিআরটিএ’র অভিযান Logo সড়কে শৃঙ্খলা আনতে ও ওভার স্পিড নিয়ন্ত্রণে রংপুরে মোবাইল কোর্ট অভিযান

নিউজিল্যান্ডের সিরিজ জয়

ঢাকা: পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। প্রথম চারটি ম্যাচের দুটিতে জয় পায় পাকিস্তান আর অন্য দুটিতে নিউজিল্যান্ড। ফলে পঞ্চম ম্যাচটি পরিণত হয় সিরিজ নির্ধারণী ম্যাচে। এই ম্যাচে পাকিস্তানকে ৬৮ রানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে কিউইরা।

শুক্রবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে সফরকারী নিউজিল্যান্ড। এরপর দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান কেন উইলিয়ামসন ও ব্রেন্ডন টেলরের ব্যাটিং দৃঢতায় ২৭৫ রানের বড় সংগ্রহ দাড় করায় কিউইরা।

দলের পক্ষে কেন উইলিয়ামসন ১১৯ বল খেলে ৮টি চারের সাহায্য সর্বোচ্চ ৯৭ রান করেছেন। এছাড়া ব্রেন্ডন টেলর দ্বিতীয় সর্বোচ্চ ৮৮ রান করেছেন। ৯৫ বল খেলে ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে এই রান করেন সাবেক কিউই দলপতি।

পাকিস্তানের পক্ষে ২টি উইকেট লাভ করেন মোহাম্মদ ইরফান।

এরপর জয়ের জন্য ২৭৬ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে কিউইদের বোলিং তোপে মাত্র ২০৭ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। সিরিজ নির্ধারণী এই ম্যাচের দিনে শুরু থেকে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে পাকিস্তান।

একপর্যায়ে মাত্র ৩৮ রানেই তিনটি উইকেট হারিয়ে ফেলে পাকরা। ওপেনার আহমেদ শেহজাদ ও মিডল অর্ডার ব্যাটসম্যান হারিশ সোহেল দারুণ দুটি হাফসেঞ্চুরি করলেও তা কেবল হারের ব্যবধানই কমায়।

শেহজাদ ৮১ বল মোকাবিলা করে ২টি চারের সাহায্যে ৫৪ রান করেন। এবং হারিশ সোহেল ৭৪ বল খেলে ৫টি চার ও ১টি ছক্কায় ৬৫ রান করেন।

নিউজিল্যান্ডের সবচেয়ে সফল বোলার ম্যাট হেনরি। ৯ ওভার বল করে মাত্র ৩০ রানের বিনিময়ে ৫টি উইকেট তুলে নিয়েছেন তরুণ এই বোলার। বিধ্বংসী এই বোলিংয়ের জন্য ম্যাচ সেরাও নির্বাচিত হয়েছে তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঈদের ছুটি শেষে বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানিসচল

নিউজিল্যান্ডের সিরিজ জয়

আপডেট টাইম : ০৮:০৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০১৪

ঢাকা: পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। প্রথম চারটি ম্যাচের দুটিতে জয় পায় পাকিস্তান আর অন্য দুটিতে নিউজিল্যান্ড। ফলে পঞ্চম ম্যাচটি পরিণত হয় সিরিজ নির্ধারণী ম্যাচে। এই ম্যাচে পাকিস্তানকে ৬৮ রানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে কিউইরা।

শুক্রবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে সফরকারী নিউজিল্যান্ড। এরপর দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান কেন উইলিয়ামসন ও ব্রেন্ডন টেলরের ব্যাটিং দৃঢতায় ২৭৫ রানের বড় সংগ্রহ দাড় করায় কিউইরা।

দলের পক্ষে কেন উইলিয়ামসন ১১৯ বল খেলে ৮টি চারের সাহায্য সর্বোচ্চ ৯৭ রান করেছেন। এছাড়া ব্রেন্ডন টেলর দ্বিতীয় সর্বোচ্চ ৮৮ রান করেছেন। ৯৫ বল খেলে ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে এই রান করেন সাবেক কিউই দলপতি।

পাকিস্তানের পক্ষে ২টি উইকেট লাভ করেন মোহাম্মদ ইরফান।

এরপর জয়ের জন্য ২৭৬ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে কিউইদের বোলিং তোপে মাত্র ২০৭ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। সিরিজ নির্ধারণী এই ম্যাচের দিনে শুরু থেকে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে পাকিস্তান।

একপর্যায়ে মাত্র ৩৮ রানেই তিনটি উইকেট হারিয়ে ফেলে পাকরা। ওপেনার আহমেদ শেহজাদ ও মিডল অর্ডার ব্যাটসম্যান হারিশ সোহেল দারুণ দুটি হাফসেঞ্চুরি করলেও তা কেবল হারের ব্যবধানই কমায়।

শেহজাদ ৮১ বল মোকাবিলা করে ২টি চারের সাহায্যে ৫৪ রান করেন। এবং হারিশ সোহেল ৭৪ বল খেলে ৫টি চার ও ১টি ছক্কায় ৬৫ রান করেন।

নিউজিল্যান্ডের সবচেয়ে সফল বোলার ম্যাট হেনরি। ৯ ওভার বল করে মাত্র ৩০ রানের বিনিময়ে ৫টি উইকেট তুলে নিয়েছেন তরুণ এই বোলার। বিধ্বংসী এই বোলিংয়ের জন্য ম্যাচ সেরাও নির্বাচিত হয়েছে তিনি।