মুম্বাই: বলিউডের ‘দাবাং’ খান তিনি।এখন পর্যন্ত বলিউডের মোস্ট হ্যান্ডসাম ব্যাচেলারও। তার জীবনের ঘটে যাওয়া অনেক ঘটনাবলীর সাক্ষী যেমন আমরা, তেমনি তার সম্পর্কে অনেক অজানা তথ্যও রয়েছে৷আজ আপনাদের জন্য রইল সেই সব অজানা কিছু কথা।
সালমানের আসল নাম আব্দুল রসিদ সলিম সালমান খান।ওকে যদি সল্লু বলে ডাকা হয়‚ তাহলে উনি খুব রেগে যান। অভিনয় শুরু করার আগে উনি মডেলিং করতেন। তার প্রথম আয় ছিল মাত্র ২৫০ রুপি।
সুপারহিট ‘বাজিগর’ ছবি প্রথমে ওকে অফার করা হয় ।কিন্তু নেগেটিভ চরিত্রে অভিনয় করবেন না বলে ছবিটা করেননি উনি। আর এই ছবি পাল্টে দিল শাহরুখের ভাগ্য।
সালমান প্রথম প্রেমে পড়েছিলেন ১৫ বছর বয়সে। আর মেয়েটি ছিল দিলীপ কুমার ও সায়রা ভানুর ভাগ্নি সাহিন জাফরি। সালমান ‘বীর’ ‘বাগি’ এবং ‘চন্দ্রমুখী’ ছবির চিত্রনাট্য লিখেছেন।
সালমান খান কখনো ওর কোনো ছবির রিভিউ পড়েন না।
সালমান কখনও সুতির রুমাল ব্যবহার করেন না। তার বদলে ওর পছন্দ মলমল।
সালমান একজন খুব ভালো সাঁতারু। ‘রেড টেপ’ জুতা প্রস্তুতকারক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেও উনি খালি পায়ে ঘুরতেই পছন্দ করেন।
সালমান খান গাড়ি খুব ভালোবাসেন। প্রধানত বি এম ডব্লিউ, মার্সিডিজ বেঞ্চ আর ল্যান্ড ক্রুজার ওর খুব প্রিয়। মাঝে মাঝেই কো স্টারদের গাড়ি উপহার দেন উনি।
সালমান অন্তত ওর বাবার একটা ছবির রিমেক তৈরি করতে চান।কিন্তু কোনটা তা এখনও ঠিক করে উঠতে পারেননি।– ওয়েবসাইট।