অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বগুড়ায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার Logo পাটগ্রামে কীটনাশক খেয়ে ৪ সন্তানের জননীর আত্মহত্যা Logo রায়পুরায় ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ Logo সাংবাদিককে মুঠোফোনে জেলা যুবদল নেতার হুমকি! Logo পাটগ্রামে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত Logo ঈদের ছুটি শেষে বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানিসচল Logo আব্দুল্লাহপুর ফ্লাইওভার এ অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে বিআরটিএ’র মোবাইল কোর্ট এর অভিযান Logo বিআরটিএর সারাদেশে অভিযানে ৪৫১ মামলা, সাড়ে ৯ লাখ টাকা জরিমানা Logo ঢাকা-দিনাজপুর- রংপুর হাইওয়েতে মোবাইল কোর্ট অভিযানে যানবাহনে ১৪ টি মামলা Logo পাটগ্রামে পৌর জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মারা গেছে গুইসাপ, মরছে মাছ-কাঁকড়া সুন্দরবনের বাঘও বিপর্যয়ের পথে?

মংলা : তেলের বিষাক্ততায় সুন্দরবনের করমজলে মারা গেছে গুইসাপ, মরছে বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছ আর কাঁকড়া। আর তেলে আক্রান্ত গাছ ও ঘাসগুলো ক্রমেই দুর্বল হয়ে পড়ছে।

সুন্দরবনের বিশাল এলাকায় ছড়িয়ে থাকা ফার্নেস অয়েলের প্রভাবে রয়েল বেঙ্গল টাইগারও আক্রান্ত হতে পারে বলে ধারণা করছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা।

সরেজমিনে রোববার দুপুরে দেশের একমাত্র বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র সুন্দরবনের করমজলে গিয়ে দেখা যায়, সেখানে একটি মৃত গুইসাপ পড়ে আছে। গুইসাপের ছবি তুলতে দেখে সেখানকার কয়েকজন কর্মী ও দর্শনার্থীরা ছুটে আসে। আস্তে আস্তে ভিড় বাড়তে থাকে মৃত গুইসাপকে ঘিরে। এরমধ্যে ঘটনাস্থলে হাজির হলেন প্রজনন কেন্দ্রের ইনচার্জ আহমেদ রব।

তার কাছে জানতে চাইলে তিনি বলেন, গুইসাপ নদী-খালের পানিতে নেমে মাছসহ অন্য জলজ প্রাণী খেয়ে থাকে। সেই ক্ষেত্রে তেল খেয়ে আক্রান্ত হয়েছে এমন কোন মাছ কিংবা অন্য প্রাণী খেয়ে তেলের বিষাক্ততায় মারা যেতে পারে এই গুইসাপ।

নাম প্রকাশে অনিচ্ছুক করমজল প্রজনন কেন্দ্রের এক স্টাফ জানান, করমজলের আশপাশ এলাকায় ছোট বড় কয়েকটি গুইসাপ মারা গেছে বলে জেলেদের মাধ্যমে তিনি জানতে পেরেছেন। সুন্দরবনের নদী-খালের চরে এভাবে মেটেসাপ, গুইসাপ ও কাঁকড়া মরে পড়ে থাকতে দেখেন তারা।

এদিকে নদী ও খালের পাশে থাকা ঘাস কেটে প্রজনন কেন্দ্রের হরিণগুলোকে খাওয়ানো হয়। ঘাসে তেল লেগে যাওয়াতে সেগুলো এখন আর খাওয়ানো যাচ্ছে না। তাই হরিণেরও খাদ্য সংকট দেখা দিয়েছে। প্রজনন কেন্দ্রের বাহিরে উন্মুক্ত যে হরিণ রয়েছে সেগুলো হরহামেশা তেল মিশ্রিত ঘাস খেয়ে যাচ্ছে। এতে হরিণগুলো নানা রোগে আক্রান্ত হয়ে পড়বে। আর সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের খাদ্যের ৮০ ভাগের যোগান হয়ে থাকে হরিণ থেকে। তেল মিশ্রিতি পানি ও ঘাস খেয়ে হরিণ আক্রান্ত হলে সেই আক্রান্ত হরিণ চলে যাবে বাঘের পেটে। আর এতে করে অসুস্থ হয়ে পড়তে পারে বাঘ।

সুন্দরবনের পশুর নদীতে মাছ ধরা জেলেরা জানান, গত কয়েকদিন তেলের কারণে তারা নদীতে মাছ ধরতে পারেনি। রোববার নদীতে জাল ফেলে দেখে মাছের দেখা নেই।

তারা বলেন, তেল আমাদের পেটে লাথি মেরেছে। তেলের কারণেই নদীতে মাছ পাচ্ছি না।

এদিকে রোববারও জয়মনি এলাকার বিপুল সংখ্যক লোক নৌকা নিয়ে শ্যালা নদীতে তেল সংগ্রহে ব্যস্ত রয়েছে।

ট্যাংকার ডুবি ঘটনার ৫ দিন পর ওই এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক।f

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মারা গেছে গুইসাপ, মরছে মাছ-কাঁকড়া সুন্দরবনের বাঘও বিপর্যয়ের পথে?

আপডেট টাইম : ০৭:৪৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০১৪

মংলা : তেলের বিষাক্ততায় সুন্দরবনের করমজলে মারা গেছে গুইসাপ, মরছে বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছ আর কাঁকড়া। আর তেলে আক্রান্ত গাছ ও ঘাসগুলো ক্রমেই দুর্বল হয়ে পড়ছে।

সুন্দরবনের বিশাল এলাকায় ছড়িয়ে থাকা ফার্নেস অয়েলের প্রভাবে রয়েল বেঙ্গল টাইগারও আক্রান্ত হতে পারে বলে ধারণা করছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা।

সরেজমিনে রোববার দুপুরে দেশের একমাত্র বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র সুন্দরবনের করমজলে গিয়ে দেখা যায়, সেখানে একটি মৃত গুইসাপ পড়ে আছে। গুইসাপের ছবি তুলতে দেখে সেখানকার কয়েকজন কর্মী ও দর্শনার্থীরা ছুটে আসে। আস্তে আস্তে ভিড় বাড়তে থাকে মৃত গুইসাপকে ঘিরে। এরমধ্যে ঘটনাস্থলে হাজির হলেন প্রজনন কেন্দ্রের ইনচার্জ আহমেদ রব।

তার কাছে জানতে চাইলে তিনি বলেন, গুইসাপ নদী-খালের পানিতে নেমে মাছসহ অন্য জলজ প্রাণী খেয়ে থাকে। সেই ক্ষেত্রে তেল খেয়ে আক্রান্ত হয়েছে এমন কোন মাছ কিংবা অন্য প্রাণী খেয়ে তেলের বিষাক্ততায় মারা যেতে পারে এই গুইসাপ।

নাম প্রকাশে অনিচ্ছুক করমজল প্রজনন কেন্দ্রের এক স্টাফ জানান, করমজলের আশপাশ এলাকায় ছোট বড় কয়েকটি গুইসাপ মারা গেছে বলে জেলেদের মাধ্যমে তিনি জানতে পেরেছেন। সুন্দরবনের নদী-খালের চরে এভাবে মেটেসাপ, গুইসাপ ও কাঁকড়া মরে পড়ে থাকতে দেখেন তারা।

এদিকে নদী ও খালের পাশে থাকা ঘাস কেটে প্রজনন কেন্দ্রের হরিণগুলোকে খাওয়ানো হয়। ঘাসে তেল লেগে যাওয়াতে সেগুলো এখন আর খাওয়ানো যাচ্ছে না। তাই হরিণেরও খাদ্য সংকট দেখা দিয়েছে। প্রজনন কেন্দ্রের বাহিরে উন্মুক্ত যে হরিণ রয়েছে সেগুলো হরহামেশা তেল মিশ্রিত ঘাস খেয়ে যাচ্ছে। এতে হরিণগুলো নানা রোগে আক্রান্ত হয়ে পড়বে। আর সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের খাদ্যের ৮০ ভাগের যোগান হয়ে থাকে হরিণ থেকে। তেল মিশ্রিতি পানি ও ঘাস খেয়ে হরিণ আক্রান্ত হলে সেই আক্রান্ত হরিণ চলে যাবে বাঘের পেটে। আর এতে করে অসুস্থ হয়ে পড়তে পারে বাঘ।

সুন্দরবনের পশুর নদীতে মাছ ধরা জেলেরা জানান, গত কয়েকদিন তেলের কারণে তারা নদীতে মাছ ধরতে পারেনি। রোববার নদীতে জাল ফেলে দেখে মাছের দেখা নেই।

তারা বলেন, তেল আমাদের পেটে লাথি মেরেছে। তেলের কারণেই নদীতে মাছ পাচ্ছি না।

এদিকে রোববারও জয়মনি এলাকার বিপুল সংখ্যক লোক নৌকা নিয়ে শ্যালা নদীতে তেল সংগ্রহে ব্যস্ত রয়েছে।

ট্যাংকার ডুবি ঘটনার ৫ দিন পর ওই এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক।f