পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ঈদের ছুটি শেষে বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানিসচল Logo আব্দুল্লাহপুর ফ্লাইওভার এ অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে বিআরটিএ’র মোবাইল কোর্ট এর অভিযান Logo বিআরটিএর সারাদেশে অভিযানে ৪৫১ মামলা, সাড়ে ৯ লাখ টাকা জরিমানা Logo ঢাকা-দিনাজপুর- রংপুর হাইওয়েতে মোবাইল কোর্ট অভিযানে যানবাহনে ১৪ টি মামলা Logo পাটগ্রামে পৌর জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত Logo ৩০০ ফিটে ওভারস্পিডে বিভিন্ন যানবাহনে মামলা বিআরটিএ মোবাইল কোর্টের Logo ঢাকা- চিটাগাংরোড সড়কে বিআরটিএ মোবাইল কোর্টের অভিযান Logo সারাদেশে বিআরটিএ-র অভিযানে ৩৩৮ মামলা, ৬ লাখ ৮০ হাজার টাকা জরিমানা Logo চট্টগ্রাম-ঢাকা সড়কে ঈদ পরবর্তী দুর্ঘটনা ও ওভার স্পিড রুখতে বিআরটিএ’র অভিযান Logo সড়কে শৃঙ্খলা আনতে ও ওভার স্পিড নিয়ন্ত্রণে রংপুরে মোবাইল কোর্ট অভিযান

লক্ষ্মীপুরে স্বাস্থ্য বিভাগের ২৪০ টি পদই শূন্য

লক্ষ্মীপুর : শূন্যপদের ভারে বিপাকে লক্ষ্মীপুরের স্বাস্থ্য বিভাগ। সিভিল সার্জন কার্যালয়, সদর হাসপাতালসহ জেলার ৪টি স্বাস্থ্য কমপ্লেক্সে ও ২১টি উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার, ফার্মাসিস্ট, স্বাস্থ্য পরিদর্শক, নার্স, স্বাস্থ্য সহকারী মিলে ২৪০টি পদ দীর্ঘদিন ধরে শূন্য।

এতে জেলার ১৮ লাখ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিয়ে বিপাকে পড়েছে স্বাস্থ্য বিভাগ। জেলার সরকারি হাসপাতালগুলোতে রোগীদের উপচে পড়া ভিড় সামাল দিতে চরম বেগে পোহাতে হচ্ছে কর্তৃপক্ষকে।

যে কারণে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা গরীব অসহায় রোগীদের অনেকে বিরক্ত হয়ে ডাক্তারের সাক্ষাৎ না করেই চলে যেতে বাধ্য হয়। অন্যদিকে সামর্থ না থাকায় তাদের অনেকের পক্ষে বেসরকারি হাসপাতালেও চিকিৎসা সেবা নেওয়া সম্ভব হয় না।

এ প্রসঙ্গে সরকারি হাসপাতালের এক ডাক্তার জানান, উপকূলীয় এলাকা হিসেবে এ অঞ্চলে স্যানিটেশন সমস্যাসহ নানা কারণে রোগব্যাধির প্রকোপ এমনিতেই বেশি। এছাড়া জনসংখ্যা অনুপাতে ডাক্তার ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা নিতান্তই অপ্রতুল থাকায় জনসংখ্যার বড় একটি অংশ স্বাস্থ্য সেবার বাইরেই থেকে যাচ্ছে।

সরকারি মঞ্জুরিকৃত পদ হিসাব করলে দেখা যায়, জেলার প্রায় ৭০ হাজার লোকের জন্য মেডিকেল অফিসার রয়েছে মাত্র একজন করে। শূন্য পদের কারণে এ অনুপাত এখন দাঁড়িয়েছে লাখে একজন।

জেলার স্বাস্থ্য বিভাগের এ চিত্রকে রীতিমতো ভয়াবহ বলে উল্লেখ করে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, জনসংখ্যা অনুপাতে যেখানে ডাক্তার, নার্সসহ অন্যান্য সুবিধা বাড়ানোর কথা, সেখানে মঞ্জুরিকৃত পদেরই ২৪০টি পদ শূন্য পড়ে থাকাটা স্বাস্থ্য বিভাগের জন্য গোদের উপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে।

জানা যায়, জেলার সদর হাসপাতালসহ অন্যান্য সরকারি হাসপাতালে সরকারি মঞ্জুরিকৃত মেডিকেল অফিসারের পদ রয়েছে ৭৮টি। এরমধ্যে শূন্য রয়েছে ৪২টি। সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজিসহ ৩টি কনসালটেন্ট পদ রয়েছে শূন্য। এছাড়া ফার্মাসিস্ট ২৫ টি পদের মধ্যে ১৪ টি, নার্সিং সুপারভাইজার ৫ টির মধ্যে ২টি, সিনিয়র স্টাফ নার্স ৪৭টির মধ্যে ১৪টি, স্টাফ নার্স ২৩টির মধ্যে ১৫টি, স্বাস্থ্য পরিদর্শক ২৩টির মধ্যে ২টি, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ৬৮ টির মধ্যে ২টি, স্বাস্থ্য সহকারী ৩৪০টি পদের মধ্যে ৬১ টি শূন্য রয়েছে। সব মিলিয়ে ডাক্তার ও ১ম শ্রেণির কর্মকর্তার ১৩৫ টি পদের মধ্যে ৭৩ টি এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির রাজস্ব খাতের ৭৩৬ টি পদের ৬৭ টি এবং উন্নয়ন খাতের ৩৮ টি পদের মধ্যে ৩৪ টি পদসহ ২৪০ টি পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে।

অপরদিকে নিরাপত্তা প্রহরীর কোনো পদ না থাকার কারণে হাসপাতালগুলোর নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। এছাড়াও এক্স- রে মেশিন, ইসিজি, নেবুলাইজার মেশিন চালু থাকলেও দীর্ঘদিন আল্ট্রাসনোগ্রাফি মেশিন অকেজো হয়ে পড়ে আছে। যার ফলে জেলার দূর-দূরান্ত থেকে আসা গর্ভকালীন সময়ে মায়েদের মাতৃ সেবা ব্যাহত হচ্ছে।

অপারেশন বিভাগ চালু থাকলেও সিনিয়র কার্ডিয়ালোজি কনসালটেন্টের পদগুলো দীর্ঘদিন থেকে শূন্য থাকার কারণে ছোটখাট অপারেশন হলেও বড় ধরনের কোনো অপারেশন এখানে হয় না। ফলে এ জেলার লোকজনকে চিকিৎসা সেবার জন্য ঢাকা ও চট্টগ্রাম যেতে হয়। তাছাড়া দালালদের উৎপাতের কারণে অসহায় রোগী ও রোগীর আত্মীয়-স্বজন প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে।

রাত ১০ টার পর ৩০ টাকা দামের একটা সেডিল ইনজেকশান ৩০০ টাকা আদায় করা হচ্ছে।

চিকিৎসা নিতে আসা মরিয়ম বেগম বলেন, গত ২ দিন আগে তার স্বামীকে নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন। আশা করেছিলেন সরকারি হাসপাতালে তার স্বামীর ভালো চিকিৎসা হবে। এসে দেখেন, তার উল্টো। প্রতিদিন মাত্র একবার ডাক্তার আসেন, নার্সদেরকে খুঁজে পাওয়া যায় না। হাসপাতাল থেকে যে খাবার তাদেরকে দেয় তা খুবই নিম্ন মানের। এ কারণে তাকে বাহির থেকে খাবার কিনে খেতে হয়।

হাসপাতালের শিশু ও ডায়রিয়া বিভাগে গিয়ে দেখা যায়, সকালে কুলসুম আক্তার তার ৩ বছরের কন্যা শিশুকে নিয়ে ভর্তি হন। তিনি জানতেন, সরকারি হাসপাতালে রোগীদেরকে বিনা মূল্যে ঔষুধ দেয়া হয়। কিন্তু তা না হয়ে ভর্তির কয়েক ঘণ্টা পর তাকে বাহির থেকে ঔষুধ কেনার জন্য একটি স্লিপ ধরিয়ে দেয়া হয়।

সিভিল সার্জন ডা. মো. গোলাম ফারুক ভূঁঞা শীর্ষ নিউজকে জানান, শূন্যপদে লোক নিয়োগের জন্য প্রতিমাসেই আমরা মন্ত্রণালয়ে রিপোর্ট পাঠিয়ে থাকি। এছাড়া জেলার সমন্বয় সভায়ও এনিয়ে আলোচনা হয়ে থাকে। তিনি বলেন, জনবল সংকটের কারণে আমাদের স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যেতে বেশ হিমশিম খেতে হচ্ছে।

তিনি আরো জানান, আমি সদর হাসপাতালে গিয়ে নির্দেশ দিয়েছি যে আউটডোর, ইনডোর ও ইমার্জেন্সিতে কোনো রোগী বাহির থেকে ঔষুধ কিনতে হবে না। হাসপাতালে প্রয়োজনীয় সকল ঔষুধ সরবরাহ আছে।

এদিকে জেলার স্বাস্থ্য সেবার অন্যতম প্রাণকেন্দ্র সদর হাসপাতালটি ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হলেও নেই প্রয়োজনীয় জনবল।

জনবল সংকট প্রসঙ্গে সিভিল সার্জন ডা. মো. গোলাম ফারুক ভূঁঞা আরো বলেন, ১০০ শয্যার হাসপাতালে যে জনবল থাকা দরকার বর্তমানে তা নেই। সদর হাসপাতালসহ জেলার চারটি স্বাস্থ্য কমপ্লেক্স, ২১টি উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার, নার্সসহ অন্যান্য শূন্যপদগুলোর দ্রুত পূরণ ও জনবল বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন মহলের নিকট দাবি জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঈদের ছুটি শেষে বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানিসচল

লক্ষ্মীপুরে স্বাস্থ্য বিভাগের ২৪০ টি পদই শূন্য

আপডেট টাইম : ০৯:০১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০১৪

লক্ষ্মীপুর : শূন্যপদের ভারে বিপাকে লক্ষ্মীপুরের স্বাস্থ্য বিভাগ। সিভিল সার্জন কার্যালয়, সদর হাসপাতালসহ জেলার ৪টি স্বাস্থ্য কমপ্লেক্সে ও ২১টি উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার, ফার্মাসিস্ট, স্বাস্থ্য পরিদর্শক, নার্স, স্বাস্থ্য সহকারী মিলে ২৪০টি পদ দীর্ঘদিন ধরে শূন্য।

এতে জেলার ১৮ লাখ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিয়ে বিপাকে পড়েছে স্বাস্থ্য বিভাগ। জেলার সরকারি হাসপাতালগুলোতে রোগীদের উপচে পড়া ভিড় সামাল দিতে চরম বেগে পোহাতে হচ্ছে কর্তৃপক্ষকে।

যে কারণে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা গরীব অসহায় রোগীদের অনেকে বিরক্ত হয়ে ডাক্তারের সাক্ষাৎ না করেই চলে যেতে বাধ্য হয়। অন্যদিকে সামর্থ না থাকায় তাদের অনেকের পক্ষে বেসরকারি হাসপাতালেও চিকিৎসা সেবা নেওয়া সম্ভব হয় না।

এ প্রসঙ্গে সরকারি হাসপাতালের এক ডাক্তার জানান, উপকূলীয় এলাকা হিসেবে এ অঞ্চলে স্যানিটেশন সমস্যাসহ নানা কারণে রোগব্যাধির প্রকোপ এমনিতেই বেশি। এছাড়া জনসংখ্যা অনুপাতে ডাক্তার ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা নিতান্তই অপ্রতুল থাকায় জনসংখ্যার বড় একটি অংশ স্বাস্থ্য সেবার বাইরেই থেকে যাচ্ছে।

সরকারি মঞ্জুরিকৃত পদ হিসাব করলে দেখা যায়, জেলার প্রায় ৭০ হাজার লোকের জন্য মেডিকেল অফিসার রয়েছে মাত্র একজন করে। শূন্য পদের কারণে এ অনুপাত এখন দাঁড়িয়েছে লাখে একজন।

জেলার স্বাস্থ্য বিভাগের এ চিত্রকে রীতিমতো ভয়াবহ বলে উল্লেখ করে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, জনসংখ্যা অনুপাতে যেখানে ডাক্তার, নার্সসহ অন্যান্য সুবিধা বাড়ানোর কথা, সেখানে মঞ্জুরিকৃত পদেরই ২৪০টি পদ শূন্য পড়ে থাকাটা স্বাস্থ্য বিভাগের জন্য গোদের উপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে।

জানা যায়, জেলার সদর হাসপাতালসহ অন্যান্য সরকারি হাসপাতালে সরকারি মঞ্জুরিকৃত মেডিকেল অফিসারের পদ রয়েছে ৭৮টি। এরমধ্যে শূন্য রয়েছে ৪২টি। সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজিসহ ৩টি কনসালটেন্ট পদ রয়েছে শূন্য। এছাড়া ফার্মাসিস্ট ২৫ টি পদের মধ্যে ১৪ টি, নার্সিং সুপারভাইজার ৫ টির মধ্যে ২টি, সিনিয়র স্টাফ নার্স ৪৭টির মধ্যে ১৪টি, স্টাফ নার্স ২৩টির মধ্যে ১৫টি, স্বাস্থ্য পরিদর্শক ২৩টির মধ্যে ২টি, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ৬৮ টির মধ্যে ২টি, স্বাস্থ্য সহকারী ৩৪০টি পদের মধ্যে ৬১ টি শূন্য রয়েছে। সব মিলিয়ে ডাক্তার ও ১ম শ্রেণির কর্মকর্তার ১৩৫ টি পদের মধ্যে ৭৩ টি এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির রাজস্ব খাতের ৭৩৬ টি পদের ৬৭ টি এবং উন্নয়ন খাতের ৩৮ টি পদের মধ্যে ৩৪ টি পদসহ ২৪০ টি পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে।

অপরদিকে নিরাপত্তা প্রহরীর কোনো পদ না থাকার কারণে হাসপাতালগুলোর নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। এছাড়াও এক্স- রে মেশিন, ইসিজি, নেবুলাইজার মেশিন চালু থাকলেও দীর্ঘদিন আল্ট্রাসনোগ্রাফি মেশিন অকেজো হয়ে পড়ে আছে। যার ফলে জেলার দূর-দূরান্ত থেকে আসা গর্ভকালীন সময়ে মায়েদের মাতৃ সেবা ব্যাহত হচ্ছে।

অপারেশন বিভাগ চালু থাকলেও সিনিয়র কার্ডিয়ালোজি কনসালটেন্টের পদগুলো দীর্ঘদিন থেকে শূন্য থাকার কারণে ছোটখাট অপারেশন হলেও বড় ধরনের কোনো অপারেশন এখানে হয় না। ফলে এ জেলার লোকজনকে চিকিৎসা সেবার জন্য ঢাকা ও চট্টগ্রাম যেতে হয়। তাছাড়া দালালদের উৎপাতের কারণে অসহায় রোগী ও রোগীর আত্মীয়-স্বজন প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে।

রাত ১০ টার পর ৩০ টাকা দামের একটা সেডিল ইনজেকশান ৩০০ টাকা আদায় করা হচ্ছে।

চিকিৎসা নিতে আসা মরিয়ম বেগম বলেন, গত ২ দিন আগে তার স্বামীকে নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন। আশা করেছিলেন সরকারি হাসপাতালে তার স্বামীর ভালো চিকিৎসা হবে। এসে দেখেন, তার উল্টো। প্রতিদিন মাত্র একবার ডাক্তার আসেন, নার্সদেরকে খুঁজে পাওয়া যায় না। হাসপাতাল থেকে যে খাবার তাদেরকে দেয় তা খুবই নিম্ন মানের। এ কারণে তাকে বাহির থেকে খাবার কিনে খেতে হয়।

হাসপাতালের শিশু ও ডায়রিয়া বিভাগে গিয়ে দেখা যায়, সকালে কুলসুম আক্তার তার ৩ বছরের কন্যা শিশুকে নিয়ে ভর্তি হন। তিনি জানতেন, সরকারি হাসপাতালে রোগীদেরকে বিনা মূল্যে ঔষুধ দেয়া হয়। কিন্তু তা না হয়ে ভর্তির কয়েক ঘণ্টা পর তাকে বাহির থেকে ঔষুধ কেনার জন্য একটি স্লিপ ধরিয়ে দেয়া হয়।

সিভিল সার্জন ডা. মো. গোলাম ফারুক ভূঁঞা শীর্ষ নিউজকে জানান, শূন্যপদে লোক নিয়োগের জন্য প্রতিমাসেই আমরা মন্ত্রণালয়ে রিপোর্ট পাঠিয়ে থাকি। এছাড়া জেলার সমন্বয় সভায়ও এনিয়ে আলোচনা হয়ে থাকে। তিনি বলেন, জনবল সংকটের কারণে আমাদের স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যেতে বেশ হিমশিম খেতে হচ্ছে।

তিনি আরো জানান, আমি সদর হাসপাতালে গিয়ে নির্দেশ দিয়েছি যে আউটডোর, ইনডোর ও ইমার্জেন্সিতে কোনো রোগী বাহির থেকে ঔষুধ কিনতে হবে না। হাসপাতালে প্রয়োজনীয় সকল ঔষুধ সরবরাহ আছে।

এদিকে জেলার স্বাস্থ্য সেবার অন্যতম প্রাণকেন্দ্র সদর হাসপাতালটি ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হলেও নেই প্রয়োজনীয় জনবল।

জনবল সংকট প্রসঙ্গে সিভিল সার্জন ডা. মো. গোলাম ফারুক ভূঁঞা আরো বলেন, ১০০ শয্যার হাসপাতালে যে জনবল থাকা দরকার বর্তমানে তা নেই। সদর হাসপাতালসহ জেলার চারটি স্বাস্থ্য কমপ্লেক্স, ২১টি উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার, নার্সসহ অন্যান্য শূন্যপদগুলোর দ্রুত পূরণ ও জনবল বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন মহলের নিকট দাবি জানান তিনি।