বাংলার খবর২৪.কম: রিমান্ডে গুরুতর অসুস্থ হয়ে পড়া ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ নয় নেতাকর্মীর ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার বিকেল ৩টায় মহানগর হাকিম আতাউল হকের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বৃহস্পতিবার বিকেলে আদালতে জামায়াত নেতাদের হাজির করে আরো পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে।
শুনানি শেষে আদালত তাদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। আর বাকি ১১ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করেছে আদালত।
অন্য আসামিরা হলেন— মোহাম্মদপুর থানার জামায়াতের আমির মো. জিয়াউল হক, মাহাবুবুর রহমান, ইউসুফ, মুসফিক, ইব্রাহিম মনির, আজহারুল ইসলাম হিরা, আহম্মদ আলী, মনির হোসেন।
গত ৯ আগস্ট রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় বৈঠক করার সময় মোহাম্মদপুর থানা পুলিশ তাদের আটক করে। পরে আসামিদের বিরুদ্ধে সরকারবিরোধী ‘ষড়যন্ত্রের’ অভিযোগে মামলা করা হয়।