জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) সকল ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে আগামী ৯ জানুয়ারি শুক্রবার এক মহাপুনর্মিলনী অনুষ্ঠিত হবে।
রোববার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় পুনর্মিলনী আয়োজক কমিটি।
এই পুনর্মিলনীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১ম ব্যাচের শিক্ষার্থী থেকে শুরু করে সর্বশেষ বের হওয়া বিদায়ী ৩৮তম আবর্তনের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে জনপ্রতি ৫০০ টাকা এবং পরিবারের প্রত্যেক সদস্যদের জন্য ৪০০ টাকা নিবন্ধন ফি জমা দিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা পুনর্মিলনীতে অংশ নিতে পারবে।
পুনর্মিলনীর অনুষ্ঠান সূচিতে রয়েছে র্যালি, স্মৃতিচারণ, কনসার্ট, র্যাফেল ড্র ইত্যাদি। বিশ্ব¦বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম এই পুনর্মিলনীর উদ্বোধন করবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।
পুনর্মিলনীতে অংশ নিতে আগ্রহী সকল প্রাক্তন শিক্ষার্থীকে আয়োজনের সমন্বয়ক ৭ম ব্যাচের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন ( মোবাইল: ০১৭১১১৭০৬৯৩) এর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।