ঢাকা : দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া থেকে তিন মাসের এক শিশুকে অপহরণের ১৫ দিন পর উদ্ধার করেছে কদমতলী থানা পুলিশ। মাত্র ছয় হাজার টাকার বিনিময়ে শিশুটিকে বিক্রি করছিল অপহরণকারী পপি নামে এক নারী। তাকেও গ্রেফতার করেছে পুলিশ।
রোববার সকালে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক নারীসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৩ নভেম্বর কদমতলী থানা এলাকার রেল লাইন নতুন বাজার এলাকার বাসা থেকে নিখোঁজ হয় তিন মাস বয়সী শাকিরুল। এ নিয়ে শাকিরুলের মা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর অভিযান চালিয়ে চুনকুটিয়া থেকে তাকে উদ্ধার করে পুলিশ।
তিনি আরো জানান, পপি ছয় হাজার টাকার বিনিময়ে রুবেল নামের এক ব্যক্তির কাছে শিশুটিকে বিক্রি করেছিলো। তাকেও গ্রেফতার করা হয়েছে।