ঢাকা : বাংলাদেশ পুলিশের ইনেসপেক্টর জেনারেল (আইজিপি) হাসান মাসুদ খন্দকারের সাথে সাক্ষাৎ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক মাদক ও আইন শৃঙ্খলা বিষয়ক সহকারী মন্ত্রী উইলিয়াম ব্রাউনফিল্ড ।
রোববার সকালে বাংলাদেশ পুলিশ হেডকোয়াটার্সে পুলিশের আইজিপি হাসান মাহমুদ খন্দকারের সাথে মার্কিন এই মন্ত্রী সৌজন্য সাক্ষাত করেন।
উইলিয়াম ব্রাউরফিল্ড বাংলাদেশ পুলিশের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে মার্কিন সহায়াতার আশ্বাস দেন।
তিনি আরো বলেন, মার্কিন সরকার বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে স্পেসালাইজড ট্রেনিংসহ সার্বিক সহায়তা করবে।
বাংলাদেশ পুলিশের আইজিপি হাসান মাহমুদ খন্দকার বলেন, আমরা বাংলাদেশ পুলিশকে শীঘ্রই ফোর্স থেকে সার্ভিসে রুপান্তর করছি।
তিনি মার্কিন সহকারী এই মন্ত্রীকে ক্রেস্টও পড়িয়ে দেন।
বাংলাদেশ পুলিশের এআইজি জালাল উদ্দিন আহম্মেদ চৌধুরী জানান, সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত ডিআইজি (স্পেশাল ক্রাইম এন্ড প্রসিকিউসন) জহিরুল ইসলাম ভূঁইয়া, এআইজি (গোপনীয়) মাহফুজুর রহমান এবং ঢাকাস্থ মার্কিন দুতাবাসের কর্মকর্তারা।