অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo আদিতমারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু Logo সেনাসদস্য পরিবারের উপর হামলায় আহত ৫, সাংবাদিককে প্রাণনাশের হুমকি Logo পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত Logo বগুড়ায় মেয়ে থেকে ছেলেতে রূপান্তর এলাকায় চাঞ্চল্য Logo বগুড়া শহরে দিনে-দুপুরে ১০লাখ টাকা ছিনতাই Logo নওগাঁয় রাস্তার পাশ থেকে এক যুবকের মরহেদ উদ্ধার Logo নওগাঁয় প্রিপেইড মিটারে ভোগান্তী স্থাপন বন্ধের দাবীতে মানববন্ধন Logo বেলপুকুরিয়ার বাঁশপুকুরে ওয়াহেদ আলী মেম্বারের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত Logo বরগুনায় স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয়েছে প্রায় ৩০০ ফুট দৈর্ঘ্য কাঠের পুল। Logo সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ১৫ বাংলাদেশি নারী-শিশু

সপ্তাহের রাশিফল (৩০ নভেম্বর-৬ ডিসেম্বর ২০১৪)

মেষ: কর্মক্ষেত্রে জটিলতা কাটিয়ে অগ্রগতি। স্বনিযুক্তি প্রকল্পে বাড়তি উপার্জনের সুযোগ মিলতে পারে। জীবাণু সংক্রমণের জেরে জ্বর ও উদরপীড়ায় দুর্ভোগ। সপ্তাহের আদ্যভাগে বহুজাতিক সংস্থায় কর্ম লাভের সুযোগ মিলতে পারে, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি নিয়ে আইনি বিরোধ। মধ্যভাগে অতিরিক্ত ভাবপ্রবণতার জন্য কাজকর্মে ব্যাঘাত, পানিপথে ভ্রমণে বিপদের আশঙ্কা। অন্তভাগে নানা কারণে বাড়তি ব্যয়ের জন্য ঋণশোধের পরিকল্পনা ব্যাহত হতে পারে। মেষ লগ্নে জাত ব্যক্তির কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্বের কারণে শারীরিক ক্লেশ ও মানসিক চাপ। বন্ধুর সহায়তায় কোনো বাধা অতিক্রমের সম্ভাবনা।

বৃষ: কোনো দুরূহ কাজের দায়িত্ব নিতে পারেন। চারুকলার অনুশীলনে ব্যুৎপত্তির বিশেষ স্বীকৃতির যোগ। যুক্তিপূর্ণ আলোচনায় শত্রুর সঙ্গে বোঝাপড়া। প্রাপ্য অর্থ আদায় হওয়া মুশকিল। সপ্তাহের আদ্যভাগে গৃহ সংস্কার ও নতুন নির্মাণকে ঘিরে পড়শিদের সঙ্গে বিরোধ, উপার্জনের বিকল্প উপায় হতে পারে। মধ্যভাগে কর্মক্ষেত্রে গোলযোগে মানসিক অশান্তি বাড়বে, পুলিশি ঝামেলা থেকে বিড়ম্বনার আশঙ্কা। অন্তভাগে প্রবাসী প্রিয়জনের আগমনের সংবাদ পেতে পারেন, মূল্যবান দ্রব্যাদির সরক্ষণে আইনি ব্যবস্থাই বিধেয়। বৃষ লগ্নে জাত ব্যক্তির ব্যবসা সম্প্রসারণের জন্য আর্থিক পরিকল্পনা সফল হতে পারে। প্রিয়জনের বিয়ের ব্যাপারে আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কা। বন্ধুর দুঃসময়ে পাশে দাঁড়াতে গিয়ে বিড়ম্বনা বাড়তে পারে।

মিথুন: হঠকারী সিদ্ধান্তের জেরে অর্থক্ষতি ও মানহানির আশঙ্কা। প্রেমপ্রণয়ে ব্যর্থতা মানসিক অবসাদ বাড়িয়ে দিতে পারে। সপ্তাহের আদ্যভাগে কর্মক্ষেত্রে পদোন্নতি ও প্রশাসনিক দায়িত্ব বৃদ্ধির যোগ, আত্মীয়দের সঙ্গে সম্পত্তি বিবাদে অশান্তি। মধ্যভাগে বন্ধুকে অতিরিক্ত বিশ্বাসের মাসুল দিতে হতে পারে, রক্তচাপের ওঠানামা ও বক্ষঃপীড়ায় ক্লেশ। অন্তভাগে নতুন কর্মোদ্যমে সাফল্য, বন্ধু বা সঙ্গী নির্বাচনে অসতর্কতা বিপদ ডেকে আনতে পারে। মিথুন লগ্নে জাত ব্যক্তির প্রতিদানের আশা না-করেই পরোপকারে শান্তি। সেবামূলক প্রতিষ্ঠানে যোগদান ও উন্নতির জন্য যথাসাধ্য চেষ্টা।

কর্কট: স্বনিযুক্তি প্রকল্পে ভাগ্যোদয়ের ইঙ্গিত। উচ্চতর শিক্ষা বা গবেষণার বিলম্বিত সুযোগ। কোনো স্ত্রীলোকের ফাঁদে পড়ে অর্থক্ষতি ও মানহানির আশঙ্কা। সপ্তাহের আদ্যভাগে ভাইবোনের সঙ্গে বনিবনার অভাবে পৃথক বসবাসের চিন্তা, কোলেস্টেরল ও রক্তচাপ বৃদ্ধিতে নানান শারীরিক জটিলতা। মধ্যভাগে কোনো দুঃসাহসিক সিদ্ধান্তে সাফল্য, আলোচনায় স্বজনবিরোধের অবসান হতে পারে। অন্তভাগে সপরিবার মনোরম স্থানে ভ্রমণের পরিকল্পনা। কর্কট লগ্নে জাত ব্যক্তির চিকিৎসা ও ঋণশোধের জন্য বাড়তি ব্যয়। গঠনমূলক কাজের পরিকল্পনায় সাফল্য। আধ্যাত্মিক শান্তির জন্য ধর্মস্থানে অর্থ ও শ্রমদান।

সিংহ: সৃষ্টিশীল প্রতিভার বিকাশ এবং বিশেষ স্বীকৃতির সম্ভাবনা। বিভিন্ন শারীরিক সমস্যায় কাজকর্মে ব্যাঘাত। বিদ্যার্থী ও গবেষকদের পক্ষে শুভ সময়। অকারণ ঝামেলায় জড়িয়ে বিপত্তির আশঙ্কা। সপ্তাহের আদ্যভাগে কোনো দুরূহ কাজে সফল হতে পারেন, জ্ঞাতিশত্রুর উস্কানিতে সংসারে অশান্তি। মধ্যভাগে কর্মসূত্রে স্থানান্তরে যেতে হতে পারে, সন্তানের লেখাপড়ায় আগ্রহ ও উন্নতিতে স্বস্তি। অন্তভাগে অতিরিক্ত পরিশ্রমে দৈহিক দুর্বলতা। সিংহ লগ্নে জাত ব্যক্তির কর্ম পরিবর্তনের যোগ। প্রেমপ্রণয়ে আকস্মিক বাধা বিহ্বল করে ফেলতে পারে। শেয়ারে বাড়তি বিনিয়োগ না-করাই ভালো।

কন্যা: বহু প্রতীক্ষিত পদোন্নতির সম্ভাবনায় উদ্বেগের অবসান। অন্যের প্রতি আসক্তিতে দাম্পত্য সম্পর্কের অবনতি। পথ-দুর্ঘটনায় রক্তপাত বা অস্থিভঙ্গের আশঙ্কা। সপ্তাহের আদ্যভাগে জমিজমা ক্রয়ের শুভ সময়, সন্তানের স্বাস্থ্যের উন্নতিতে দুশ্চিন্তা কমবে। মধ্যভাগে সৃষ্টিশীল কাজে দক্ষতার স্বীকৃতি, ব্যবসায় বাড়তি বিনিয়োগের পরিকল্পনা স্থগিত রাখাই সমীচীন। অন্তভাগে শেয়ারে আপাতত বাড়তি বিনিয়োগ না-করাই ভালো, শত্রুর কবল থেকে মুক্তির জন্য আইনি পরামর্শের প্রয়োজন। কন্যা লগ্নে জাত ব্যক্তির মাত্রাছাড়া ভাবাবেগ থেকে বিপত্তির আশঙ্কা। মন ও বুদ্ধির চঞ্চলতায় কর্ম পরিকল্পনায় অগ্রগতি ব্যাহত হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য।

তুলা: প্রতিকূল পরিবেশে চাপ বাড়ায় মানসিক স্থিতি ব্যাহত হতে পারে। আত্মীয়স্বজনের বিরূপতায় একাকীত্ব বাড়ার আশঙ্কা। উচ্চশিক্ষা বা গবেষণার বাধা কাটিয়ে উঠতে পারেন। সপ্তাহের আদ্যভাগে নাক, কান বা চোখের পীড়া ভোগাতে পারে, আলাপ-আলোচনায় শত্রুর সঙ্গে সম্মানজনক সন্ধির সম্ভাবনা। মধ্যভাগে লাগামছাড়া ক্রোধ বা অহেতুক উত্তেজনায় বিপত্তির আশঙ্কা, অপ্রিয় বিতর্কবিবাদে জড়িয়ে নাকাল হতে পারেন। অন্তভাগে দুষ্কৃতীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বাহবা জুটতে পারে, সন্তানের অনৈতিক কাজকর্ম দুশ্চিন্তা বাড়াবে। তুলা লগ্নে জাত ব্যক্তির হঠকারী সিদ্ধান্তের জেরে বিপত্তি। নামী-প্রতিষ্ঠানে বিকল্প কাজের সুযোগ মিলতে পারে। মাতৃস্থানীয়া মহিলার শুভ প্রভাব স্বপ্নপূরণে সহায়তা করবে।

বৃশ্চিক: কর্মকুশলতার জন্য উচ্চপদস্থ ব্যক্তির প্রশংসা পেতে পারেন। দেরিতে হলেও শেষ পর্যন্ত ন্যায্য পাওনা আদায়ের সম্ভাবনা উজ্জ্বল। সপ্তাহের আদ্যভাগে বিষয়সম্পত্তি নিয়ে প্রিয়জনের সঙ্গে মতান্তর ও মনান্তরে মানসিক ক্লেশ, বিজ্ঞান ও গণিতের অধ্যয়ন ও গবেষণায় বিশেষ সাফল্যের যোগ। মধ্যভাগে রক্তচাপের হেরফেরে হৃদযন্ত্রের সমস্যা বাড়বে, জমিবাড়ি ক্রয়ের পরিকল্পনা। অন্তভাগে অপ্রিয় সত্যকথনের জেরে বিপত্তি দেখা দিতে পারে, আগুন থেকে দুর্ঘটনার আশঙ্কা। বৃশ্চিক লগ্নে জাত ব্যক্তির ব্যবসা বা শেয়ারে আপাতত বাড়তি বিনিয়োগ না-করাই ভালো। শত্রুর সঙ্গে সম্মানজনক শর্তে আপসের সম্ভাবনা। প্রেমপ্রণয়ে আঘাতের আশঙ্কা।

ধনু: কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম ও বাড়তি দায়িত্বের চাপে শারীরিক ও মানসিক ক্লেশ। শ্বশুরকূল বা মাতৃকুল সূত্রে অর্থসম্পত্তি প্রাপ্তির যোগ। বৃত্তি শিক্ষায় সাফল্য। সপ্তাহের আদ্যভাগে রক্তচাপ ও রক্তে শর্করা বৃদ্ধিতে দৈহিক দুর্বলতা, মৌলিক চিন্তা ও পরিকল্পনায় কর্মোন্নতি। মধ্যভাগে ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়ের ব্যবহারে মানসিক ক্লেশ, দীর্ঘদিনের কোনো আশা পূরণ হতে পারে। অন্তভাগে পরিচালক ও কলাকুশলীদের শুভ সময়, ভ্রমণে অযথা হয়রানি ও অকারণ বহু ব্যয়। ধনু লগ্নে জাত ব্যক্তির কোনো ছলনাময়ী স্ত্রীলোকের দ্বারা প্রভারিত হওয়ার আশঙ্কা। সেবামূলক প্রতিষ্ঠানের উন্নতির জন্য অর্থ সংগ্রহের চেষ্টা।

মকর: কর্ম-প্রতিষ্ঠানের অর্থনৈতিক অবনতির জেরে ন্যায্য প্রাপ্তি বিলম্ব ও হতাশা বৃদ্ধি। মূত্রাশয়ঘটিত পীড়ার প্রকোপে দুর্ভোগ। সন্তানের কর্মপ্রাপ্তিতে কিছুটা আর্থিক সুরাহা। সপ্তাহের আদ্যভাগে বন্ধুদের সহায়তায় দাম্পত্য কলহের অবসান, চিত্রকলা চর্চায় সাফল্য ও স্বীকৃতি। মধ্যভাগে কোনো কষ্টসাধ্য কাজে সফল হতে পারেন, বিচার বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের শুভ সময়। অন্তভাগে জমি ক্রয়-বিক্রয়ের ব্যবসায় লোকসান হতে পারে। মকর লগ্নে জাত ব্যক্তির লাগামছাড়া উচ্চভিলাষ হতাশা বাড়াবে। ঋণ পরিশোধের পরিকল্পনায় বাধা। বিষয়সম্পত্তি নিয়ে মা-বাবার সঙ্গে মতান্তরে মানসিক ক্লেশ।

কুম্ভ: শত্রুদের ক্ষমতা হ্রাসে কিছুটা উদ্বেগমুক্তি। স্নায়বিক সমস্যায় কর্মপরিকল্পনায় বাধা। বিনা প্রচেষ্টায় কর্ম সমস্যার মোকাবিলা। সপ্তাহের আদ্যভাগে বৈবাহিক সম্পর্ক নিয়ে আত্মীয়স্বজনের সঙ্গে মতবিরোধ, সন্তানের লেখাপড়ায় আগ্রহ ও মেধার বিকাশে স্বস্তি। মধ্যভাগে জমি ক্রয়বিক্রয়ে বাধা, মৌলিক চিন্তা ও কর্মপরিকল্পনায় সাফল্য, বন্ধুকে অতি বিশ্বাস করে বিড়ম্বনার আশঙ্কা। অন্তভাগে সময়োচিত চিকিৎসায় গুরুজনের দেহারোগ্য, মকদ্দমার ফল অনুকূলে না-ও যেতে পারে। কুম্ভ লগ্নে জাত ব্যক্তির সৃষ্টিশীল কাজে সাফল্যের সূত্রে সম্মান ও প্রতিষ্ঠা লাভ। গৃহসংস্কারের জন্য আর্থিক পরিকল্পনা। প্রেমপ্রণয়ে হঠাৎ মেঘ।

মীন: স্বজনদের শত্রুতায় জীবন অতিষ্ঠ হয়ে উঠতে পারে। বাসস্থান পরিবর্তনের চিন্তা। বিতর্কবিবাদ ও পুলিশি ঝামেলায় অযথা হয়রানি ও কাজে বাধা। সপ্তাহের আদ্যভাগে কর্মগত পরিবর্তন ও দূরবর্তী স্থানে বদলির সম্ভাবনা, চিকিৎসা-বিভ্রাটে গুরুজনের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়বে। মধ্যভাগে সৃষ্টিশীল কাজে সাফল্য, বিদেশে উচ্চশিক্ষার সুযোগ মিলতে পারে। অন্তভাগে দীর্ঘদিনের কোনো উচ্চাশা পূরণ হতে পারে, শুভার্থীর হস্তক্ষেপে পারিবারিক সমস্যার সমাধান। মীন লগ্নে জাত ব্যক্তির সৃষ্টিশীল কাজের বিশেষ স্বীকৃতির যোগ। সপরিবার ভ্রমণের পরিকল্পনা কোনো কারণে ভেস্তে যেতে পারে।

Tag :
জনপ্রিয় সংবাদ

আদিতমারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

সপ্তাহের রাশিফল (৩০ নভেম্বর-৬ ডিসেম্বর ২০১৪)

আপডেট টাইম : ০৩:২০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০১৪

মেষ: কর্মক্ষেত্রে জটিলতা কাটিয়ে অগ্রগতি। স্বনিযুক্তি প্রকল্পে বাড়তি উপার্জনের সুযোগ মিলতে পারে। জীবাণু সংক্রমণের জেরে জ্বর ও উদরপীড়ায় দুর্ভোগ। সপ্তাহের আদ্যভাগে বহুজাতিক সংস্থায় কর্ম লাভের সুযোগ মিলতে পারে, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি নিয়ে আইনি বিরোধ। মধ্যভাগে অতিরিক্ত ভাবপ্রবণতার জন্য কাজকর্মে ব্যাঘাত, পানিপথে ভ্রমণে বিপদের আশঙ্কা। অন্তভাগে নানা কারণে বাড়তি ব্যয়ের জন্য ঋণশোধের পরিকল্পনা ব্যাহত হতে পারে। মেষ লগ্নে জাত ব্যক্তির কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্বের কারণে শারীরিক ক্লেশ ও মানসিক চাপ। বন্ধুর সহায়তায় কোনো বাধা অতিক্রমের সম্ভাবনা।

বৃষ: কোনো দুরূহ কাজের দায়িত্ব নিতে পারেন। চারুকলার অনুশীলনে ব্যুৎপত্তির বিশেষ স্বীকৃতির যোগ। যুক্তিপূর্ণ আলোচনায় শত্রুর সঙ্গে বোঝাপড়া। প্রাপ্য অর্থ আদায় হওয়া মুশকিল। সপ্তাহের আদ্যভাগে গৃহ সংস্কার ও নতুন নির্মাণকে ঘিরে পড়শিদের সঙ্গে বিরোধ, উপার্জনের বিকল্প উপায় হতে পারে। মধ্যভাগে কর্মক্ষেত্রে গোলযোগে মানসিক অশান্তি বাড়বে, পুলিশি ঝামেলা থেকে বিড়ম্বনার আশঙ্কা। অন্তভাগে প্রবাসী প্রিয়জনের আগমনের সংবাদ পেতে পারেন, মূল্যবান দ্রব্যাদির সরক্ষণে আইনি ব্যবস্থাই বিধেয়। বৃষ লগ্নে জাত ব্যক্তির ব্যবসা সম্প্রসারণের জন্য আর্থিক পরিকল্পনা সফল হতে পারে। প্রিয়জনের বিয়ের ব্যাপারে আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কা। বন্ধুর দুঃসময়ে পাশে দাঁড়াতে গিয়ে বিড়ম্বনা বাড়তে পারে।

মিথুন: হঠকারী সিদ্ধান্তের জেরে অর্থক্ষতি ও মানহানির আশঙ্কা। প্রেমপ্রণয়ে ব্যর্থতা মানসিক অবসাদ বাড়িয়ে দিতে পারে। সপ্তাহের আদ্যভাগে কর্মক্ষেত্রে পদোন্নতি ও প্রশাসনিক দায়িত্ব বৃদ্ধির যোগ, আত্মীয়দের সঙ্গে সম্পত্তি বিবাদে অশান্তি। মধ্যভাগে বন্ধুকে অতিরিক্ত বিশ্বাসের মাসুল দিতে হতে পারে, রক্তচাপের ওঠানামা ও বক্ষঃপীড়ায় ক্লেশ। অন্তভাগে নতুন কর্মোদ্যমে সাফল্য, বন্ধু বা সঙ্গী নির্বাচনে অসতর্কতা বিপদ ডেকে আনতে পারে। মিথুন লগ্নে জাত ব্যক্তির প্রতিদানের আশা না-করেই পরোপকারে শান্তি। সেবামূলক প্রতিষ্ঠানে যোগদান ও উন্নতির জন্য যথাসাধ্য চেষ্টা।

কর্কট: স্বনিযুক্তি প্রকল্পে ভাগ্যোদয়ের ইঙ্গিত। উচ্চতর শিক্ষা বা গবেষণার বিলম্বিত সুযোগ। কোনো স্ত্রীলোকের ফাঁদে পড়ে অর্থক্ষতি ও মানহানির আশঙ্কা। সপ্তাহের আদ্যভাগে ভাইবোনের সঙ্গে বনিবনার অভাবে পৃথক বসবাসের চিন্তা, কোলেস্টেরল ও রক্তচাপ বৃদ্ধিতে নানান শারীরিক জটিলতা। মধ্যভাগে কোনো দুঃসাহসিক সিদ্ধান্তে সাফল্য, আলোচনায় স্বজনবিরোধের অবসান হতে পারে। অন্তভাগে সপরিবার মনোরম স্থানে ভ্রমণের পরিকল্পনা। কর্কট লগ্নে জাত ব্যক্তির চিকিৎসা ও ঋণশোধের জন্য বাড়তি ব্যয়। গঠনমূলক কাজের পরিকল্পনায় সাফল্য। আধ্যাত্মিক শান্তির জন্য ধর্মস্থানে অর্থ ও শ্রমদান।

সিংহ: সৃষ্টিশীল প্রতিভার বিকাশ এবং বিশেষ স্বীকৃতির সম্ভাবনা। বিভিন্ন শারীরিক সমস্যায় কাজকর্মে ব্যাঘাত। বিদ্যার্থী ও গবেষকদের পক্ষে শুভ সময়। অকারণ ঝামেলায় জড়িয়ে বিপত্তির আশঙ্কা। সপ্তাহের আদ্যভাগে কোনো দুরূহ কাজে সফল হতে পারেন, জ্ঞাতিশত্রুর উস্কানিতে সংসারে অশান্তি। মধ্যভাগে কর্মসূত্রে স্থানান্তরে যেতে হতে পারে, সন্তানের লেখাপড়ায় আগ্রহ ও উন্নতিতে স্বস্তি। অন্তভাগে অতিরিক্ত পরিশ্রমে দৈহিক দুর্বলতা। সিংহ লগ্নে জাত ব্যক্তির কর্ম পরিবর্তনের যোগ। প্রেমপ্রণয়ে আকস্মিক বাধা বিহ্বল করে ফেলতে পারে। শেয়ারে বাড়তি বিনিয়োগ না-করাই ভালো।

কন্যা: বহু প্রতীক্ষিত পদোন্নতির সম্ভাবনায় উদ্বেগের অবসান। অন্যের প্রতি আসক্তিতে দাম্পত্য সম্পর্কের অবনতি। পথ-দুর্ঘটনায় রক্তপাত বা অস্থিভঙ্গের আশঙ্কা। সপ্তাহের আদ্যভাগে জমিজমা ক্রয়ের শুভ সময়, সন্তানের স্বাস্থ্যের উন্নতিতে দুশ্চিন্তা কমবে। মধ্যভাগে সৃষ্টিশীল কাজে দক্ষতার স্বীকৃতি, ব্যবসায় বাড়তি বিনিয়োগের পরিকল্পনা স্থগিত রাখাই সমীচীন। অন্তভাগে শেয়ারে আপাতত বাড়তি বিনিয়োগ না-করাই ভালো, শত্রুর কবল থেকে মুক্তির জন্য আইনি পরামর্শের প্রয়োজন। কন্যা লগ্নে জাত ব্যক্তির মাত্রাছাড়া ভাবাবেগ থেকে বিপত্তির আশঙ্কা। মন ও বুদ্ধির চঞ্চলতায় কর্ম পরিকল্পনায় অগ্রগতি ব্যাহত হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য।

তুলা: প্রতিকূল পরিবেশে চাপ বাড়ায় মানসিক স্থিতি ব্যাহত হতে পারে। আত্মীয়স্বজনের বিরূপতায় একাকীত্ব বাড়ার আশঙ্কা। উচ্চশিক্ষা বা গবেষণার বাধা কাটিয়ে উঠতে পারেন। সপ্তাহের আদ্যভাগে নাক, কান বা চোখের পীড়া ভোগাতে পারে, আলাপ-আলোচনায় শত্রুর সঙ্গে সম্মানজনক সন্ধির সম্ভাবনা। মধ্যভাগে লাগামছাড়া ক্রোধ বা অহেতুক উত্তেজনায় বিপত্তির আশঙ্কা, অপ্রিয় বিতর্কবিবাদে জড়িয়ে নাকাল হতে পারেন। অন্তভাগে দুষ্কৃতীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বাহবা জুটতে পারে, সন্তানের অনৈতিক কাজকর্ম দুশ্চিন্তা বাড়াবে। তুলা লগ্নে জাত ব্যক্তির হঠকারী সিদ্ধান্তের জেরে বিপত্তি। নামী-প্রতিষ্ঠানে বিকল্প কাজের সুযোগ মিলতে পারে। মাতৃস্থানীয়া মহিলার শুভ প্রভাব স্বপ্নপূরণে সহায়তা করবে।

বৃশ্চিক: কর্মকুশলতার জন্য উচ্চপদস্থ ব্যক্তির প্রশংসা পেতে পারেন। দেরিতে হলেও শেষ পর্যন্ত ন্যায্য পাওনা আদায়ের সম্ভাবনা উজ্জ্বল। সপ্তাহের আদ্যভাগে বিষয়সম্পত্তি নিয়ে প্রিয়জনের সঙ্গে মতান্তর ও মনান্তরে মানসিক ক্লেশ, বিজ্ঞান ও গণিতের অধ্যয়ন ও গবেষণায় বিশেষ সাফল্যের যোগ। মধ্যভাগে রক্তচাপের হেরফেরে হৃদযন্ত্রের সমস্যা বাড়বে, জমিবাড়ি ক্রয়ের পরিকল্পনা। অন্তভাগে অপ্রিয় সত্যকথনের জেরে বিপত্তি দেখা দিতে পারে, আগুন থেকে দুর্ঘটনার আশঙ্কা। বৃশ্চিক লগ্নে জাত ব্যক্তির ব্যবসা বা শেয়ারে আপাতত বাড়তি বিনিয়োগ না-করাই ভালো। শত্রুর সঙ্গে সম্মানজনক শর্তে আপসের সম্ভাবনা। প্রেমপ্রণয়ে আঘাতের আশঙ্কা।

ধনু: কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম ও বাড়তি দায়িত্বের চাপে শারীরিক ও মানসিক ক্লেশ। শ্বশুরকূল বা মাতৃকুল সূত্রে অর্থসম্পত্তি প্রাপ্তির যোগ। বৃত্তি শিক্ষায় সাফল্য। সপ্তাহের আদ্যভাগে রক্তচাপ ও রক্তে শর্করা বৃদ্ধিতে দৈহিক দুর্বলতা, মৌলিক চিন্তা ও পরিকল্পনায় কর্মোন্নতি। মধ্যভাগে ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়ের ব্যবহারে মানসিক ক্লেশ, দীর্ঘদিনের কোনো আশা পূরণ হতে পারে। অন্তভাগে পরিচালক ও কলাকুশলীদের শুভ সময়, ভ্রমণে অযথা হয়রানি ও অকারণ বহু ব্যয়। ধনু লগ্নে জাত ব্যক্তির কোনো ছলনাময়ী স্ত্রীলোকের দ্বারা প্রভারিত হওয়ার আশঙ্কা। সেবামূলক প্রতিষ্ঠানের উন্নতির জন্য অর্থ সংগ্রহের চেষ্টা।

মকর: কর্ম-প্রতিষ্ঠানের অর্থনৈতিক অবনতির জেরে ন্যায্য প্রাপ্তি বিলম্ব ও হতাশা বৃদ্ধি। মূত্রাশয়ঘটিত পীড়ার প্রকোপে দুর্ভোগ। সন্তানের কর্মপ্রাপ্তিতে কিছুটা আর্থিক সুরাহা। সপ্তাহের আদ্যভাগে বন্ধুদের সহায়তায় দাম্পত্য কলহের অবসান, চিত্রকলা চর্চায় সাফল্য ও স্বীকৃতি। মধ্যভাগে কোনো কষ্টসাধ্য কাজে সফল হতে পারেন, বিচার বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের শুভ সময়। অন্তভাগে জমি ক্রয়-বিক্রয়ের ব্যবসায় লোকসান হতে পারে। মকর লগ্নে জাত ব্যক্তির লাগামছাড়া উচ্চভিলাষ হতাশা বাড়াবে। ঋণ পরিশোধের পরিকল্পনায় বাধা। বিষয়সম্পত্তি নিয়ে মা-বাবার সঙ্গে মতান্তরে মানসিক ক্লেশ।

কুম্ভ: শত্রুদের ক্ষমতা হ্রাসে কিছুটা উদ্বেগমুক্তি। স্নায়বিক সমস্যায় কর্মপরিকল্পনায় বাধা। বিনা প্রচেষ্টায় কর্ম সমস্যার মোকাবিলা। সপ্তাহের আদ্যভাগে বৈবাহিক সম্পর্ক নিয়ে আত্মীয়স্বজনের সঙ্গে মতবিরোধ, সন্তানের লেখাপড়ায় আগ্রহ ও মেধার বিকাশে স্বস্তি। মধ্যভাগে জমি ক্রয়বিক্রয়ে বাধা, মৌলিক চিন্তা ও কর্মপরিকল্পনায় সাফল্য, বন্ধুকে অতি বিশ্বাস করে বিড়ম্বনার আশঙ্কা। অন্তভাগে সময়োচিত চিকিৎসায় গুরুজনের দেহারোগ্য, মকদ্দমার ফল অনুকূলে না-ও যেতে পারে। কুম্ভ লগ্নে জাত ব্যক্তির সৃষ্টিশীল কাজে সাফল্যের সূত্রে সম্মান ও প্রতিষ্ঠা লাভ। গৃহসংস্কারের জন্য আর্থিক পরিকল্পনা। প্রেমপ্রণয়ে হঠাৎ মেঘ।

মীন: স্বজনদের শত্রুতায় জীবন অতিষ্ঠ হয়ে উঠতে পারে। বাসস্থান পরিবর্তনের চিন্তা। বিতর্কবিবাদ ও পুলিশি ঝামেলায় অযথা হয়রানি ও কাজে বাধা। সপ্তাহের আদ্যভাগে কর্মগত পরিবর্তন ও দূরবর্তী স্থানে বদলির সম্ভাবনা, চিকিৎসা-বিভ্রাটে গুরুজনের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়বে। মধ্যভাগে সৃষ্টিশীল কাজে সাফল্য, বিদেশে উচ্চশিক্ষার সুযোগ মিলতে পারে। অন্তভাগে দীর্ঘদিনের কোনো উচ্চাশা পূরণ হতে পারে, শুভার্থীর হস্তক্ষেপে পারিবারিক সমস্যার সমাধান। মীন লগ্নে জাত ব্যক্তির সৃষ্টিশীল কাজের বিশেষ স্বীকৃতির যোগ। সপরিবার ভ্রমণের পরিকল্পনা কোনো কারণে ভেস্তে যেতে পারে।