বাংলার খবর২৪.কম: হৃতিক-সুজানার বিবাহবিচ্ছেদ নিয়ে পানি অনেক ঘোলা হয়েছে। তাদের এ বিচ্ছেদের আসল কারণ অর্জুন রামপাল বলেই অনেকে ধারণা করছেন। আর এ ধারণা মোটেই উড়িয়ে দেওয়ার মতো নয়। তা প্রমাণও করেছেন অর্জুনের স্ত্রী মেহের। এখন হৃতিক-সুজানের পাশাপাশি অর্জুন-মেহেরের দীর্ঘদিনের বৈবাহিক জীবনের বিচ্ছেদ নিয়ে প্রশ্ন উঠছে।
ভারতীয় একটি গণমাধ্যম জানায়, পরিচালক অভিষেক কাপুরের জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন অর্জুন রামপাল ও তার স্ত্রী মেহের। হৃতিকের স্ত্রী সুজানাও ছিলেন ওই অনুষ্ঠানে। রাত সোয়া ১২টার দিকে অর্জুন ও মেহেরকে একসঙ্গে পার্টিতে ঢুকতে দেখা গেলেও পার্টি থেকে আচমকা একাই বেরিয়ে যেতে দেখা যায় মেহেরকে। এ সময় যথেষ্ট বিষণ্ণ ছিলেন মেহের।
জানা গেছে, রাত আড়াইটে নাগাদ চোখে পানি নিয়ে পার্টি থেকে বেরিয়ে আসেন মেহের। এ সময় চোখের পানি লুকোতে শেষ চেষ্টা করলেও শেষ পর্যন্ত মিডিয়ার চোখ এড়ানো যায়নি। এর এক ঘন্টা পর সুজানা পার্টি থেকে বেরিয়ে যান। সুজানা বের হওয়ার কয়েক মুহূর্তের মধ্যে অর্জুনও বের হন।
মজার ব্যাপার হলো, অর্জুন ও সুজানের ঘনিষ্ঠতাই হৃতিক-সুজানের বিবাহবিচ্ছেদের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এ কারণেই হয়তো অর্জুন ও মেহেরের বৈবাহিক জীবনের তিক্ততাও বেড়েছে। বিষয়টি বিনোদন জগতে এ সময়ের অন্যতম মুখ রোচক খবরে পরিণত হয়েছে।
শিরোনাম :
পরকীয়ার বলি বলিউডের দুই তারকা
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০২:০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০১৪
- ১৭১১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ